মোহাম্মদপুরে জাল টাকা বিক্রির সময় যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪০
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। গ্রেপ্তারকৃতের নাম, মো. সজীব হোসেন (২৬)।

সোমবার বিকালে মোহাম্মদপুরে জাল টাকা বিক্রির সময় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল সোমবার বিকালে মোহাম্মদপুর এলাকায় জাল টাকা বিক্রির সময় মো. সজীব হোসেনকে (২৬) আটক করা হয়। এসময় তার কাছ থেকে বাংলাদেশি ১ হাজার, ৫০০, ২০০, ৫০, ২০, ১০ ও ৫ টাকা মূল্যমানের মোট ৬৬ হাজার ২৩৫ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী তার ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরিতে ব্যবহৃত ৩৫০টি সাদা নেগেটিভ ফ্লিম ট্রেসিং পাতা, ৩টি কাঁচি, সোনালি রঙের লিকুইড, ১টি প্রিন্টার, ১টি এন্টি কাটার ও ২টি মোবাইল জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার সজীব জাল টাকা তৈরির সংঘবদ্ধ চক্রের সদস্য। তিনি পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে কম্পিউটার ফটোশপ সফট্ওয়্যার ও বিভিন্ন ধরনের সরঞ্জাম ব্যবহার করে বাংলাদেশি বিভিন্ন মূল্যমানের টাকার জাল নোট তৈরি করে তা ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ এবং বিক্রি করে আসছিলেন।

গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা