বিজেপির হুমকির পরও বেনাপোলে আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার স্বাভাবিক

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৬
অ- অ+

ইসকন নেতা চিন্ময়ের মুক্তির দাবিতে বিজেপির সমাবেশ থেকে বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধের কড়া হুমকির পরও স্বভাবিক রয়েছে আমদানি রপ্তাণি বাণিজ্য। যাত্রী পারাপারও চলছে স্বাভাবিকভাবে।

বন্দর সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বেনাপোল বন্দর দিয়ে ৪১৮ ট্রাক মালামাল আমদানি হয়েছে। বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে ১৮৯ ট্রাক মালামাল। আজ বুধবার ( ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত হাজার ৮০০ যাত্রী পারাপার করেছে।

গত ডিসেম্বর দুপুরের দিকে বেনাপোলের ওপারে পেট্রাপোল বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করে বিজেপির নেতারা আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধের হুমকি দেন। সমাবেশে সভাপত্বি করেন বানগাঁও মহাকুমা বিজেপির সভাপতি দেবদাস মন্ডল। সমাবেশে বক্তব্য দেন পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপির সভাপতি সুভেন্দু অধিকারী, বনগাঁও লোকসভা আসনের এমপি সান্তনু ঠাকুর, বিধায়ক অশোক কৃত্বনি বিধায়ক স্বপন মজুমদার।

বিজেপির নেতারা সভা-সমাবেশে বেনাপোল বন্দর বন্ধ করে দেওয়ার হুমকিতে সারা দেশে ব্যবসায়ী পাসপোর্ট যাত্রীদের মধ্যে ভয় কাজ করছে।

তবে বিজেপির সমাবেশের পর দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য আরও বেড়েছে বলে জানায় বন্দর সূত্র।

বেনাপোল কাস্টমস হাউসেও রাজস্ব আয় গত বছরের তুলানায় বৃদ্ধি পেয়েছে বলে জানান বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার শরিফুল ইসলাম। মঙ্গলবার সকাল থেকেই বেনাপোল পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি স্বাভাবিক রয়েছে।

ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রী শাহ জালাল বলেন, ‘আতঙ্কের কারণে অনেক বাংলাদেশি চেকপোস্ট বন্ধের খবর শুনে দেশে ফিরছেন এটি সম্পূর্ণ গুজব। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওপারে ভারত সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ডেপুটি ডাইরেক্টর রাশেদুজ্জামান সজিব নাজির বলেন, বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি স্বাভাবিক রয়েছে গত এক মাস ধরে। মঙ্গলবার ( ডিসেম্বর) ৪১৮ ট্রাক মালামাল আমদানি হয়েছে ভারত থেকে। অন্যদিকে ভারতে রপ্তানি হয়েছে ১৮৯ ট্রাক মালামাল।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ বলেন, ‘দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। ভারতে যাওয়ার চেয়ে আসার যাত্রী একটু বেশি। যাত্রীদের কাছ থেকে জানা গেছে, ওপারে কোনো সমস্যা হয়নি তাদের। একশ্রেণীর লোক গুজব ছড়াচ্ছে পাসপোর্ট যাত্রী নিয়ে। আজও সকাল থেকে দুপুর পর্যন্ত হাজার ৮০০ পাসপোর্ট যাত্রী যাতায়াত করেছে।

(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘মেসির সঙ্গে বিরোধ’ প্রসঙ্গে এবার নেইমারকে জবাব দিলেন এমবাপ্পে
হাসিনার পতন জুলাই-আগস্ট আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ নয়: ফারুক
জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানি ২০ ফেব্রুয়ারি
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউ শুনানি ১৩ ফেব্রুয়ারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা