চাঁদপুরে ৪ প্রতিষ্ঠান থেকে নিষিদ্ধ ৭৭৫ কেজি পলিথিন জব্দ

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২৪, ২০:১৯
অ- অ+

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শাহরাস্তিতে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৪ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৭৭৫ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এসব ব্যবসায়ীদের ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী।

এদিন বিকালে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় থেকে বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সকাল থেকে দুপুর পর্যন্ত শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার ও ঠাকুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বিসমিল্লাহ পারফিউমারি নামক একটি গোডাউন থেকে প্রায় ৫২৫ কেজি, ভাই ভাই স্টোর, উত্তম স্টোর ও হাজী ক্লথ স্টোর নামক নামক ৩টি দোকান থেকে প্রায় ২৫০ কেজি অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। এ সময় অবৈধ পলিথিন বিক্রির দায়ে ৪ দোকানের মালিককে ১৮ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

এছাড়া ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প’ এর আওতায় শব্দ দূষণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ওয়ারুক বাজার এলাকায় মাত্রাতিরিক্ত শব্দ দূষণের দায়ে যানবাহনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং একটি যাত্রীবাহী বাসে ২০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং দুটি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতে আইন শৃঙ্খলা রক্ষায় শাহরাস্তি থানার একদল চৌকস পুলিশ সদস্য সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে ব্যবসায়ীদের জরিমানার পাশাপাশি পরবর্তী সময়ের জন্য সতর্ক করে দেয়া হচ্ছে।

(ঢাকা টাইমস/০৫ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনবিআর এখনি বিলুপ্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই: অর্থ মন্ত্রণালয়
৬২৬ জনকে সেনানিবাসে আশ্রয় দেওয়ার কারণ ও তালিকা প্রকাশ করল আইএসপিআর
পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের বিদায়, রুটিন দায়িত্বে রুহুল আলম
লাশবাহী অ্যাম্বুলেন্সসহ ৯ পদ্ধতি আর ২২ পেশার মানুষে ইয়াবা-আইস পাচার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা