গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৪৮
![](/assets/news_photos/2024/12/06/image-373840.jpg)
গাজা ইসরায়েলি হামলায় একদিনে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০১ জন।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামলায় আরও অন্তত ৪৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০১ জন। এর মধ্য দিয়ে অবরুদ্ধ এই ভূখণ্ডে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ৫৮০ জন। আর আহতের সংখ্যা এক লাখ ৫ হাজার ৭৩৯ জন।
মন্ত্রণালয় বলেছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলায় পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/এফএ)
![google news](https://www.dhakatimes24.com/templates/web-v3/images/google-news.png)
মন্তব্য করুন