আদানির ঘুষকাণ্ড: তৃণমূল কংগ্রেস ছাড়া একাট্টা সব বিরোধী দল

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:২৮
অ- অ+

ঘুষকাণ্ডে এই মুহূর্তে সারা বিশ্বে সমালোচনার কেন্দ্রে ভারতের সবচেয়ে বড় ব্যবসায়ী গৌতম আদানি। তার এহেন কাজের জন্য দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বে অভিনব প্রতিবাদ জানিয়েছে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের দলগুলো। কিন্তু তাতে অংশ নেয়নি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের।

বৃহস্পতিবার অধিকাংশ ‘ইন্ডিয়া’ সদস্য শীতকালীন জ্যাকেটের পেছনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শিল্পপতি গৌতম আদানির ছবি সেঁটে সংসদ চত্বরে বিক্ষোভ দেখান। এ সময় তারা আদানির ঘুষকাণ্ডে যৌথ সংসদীয় কমিটির তদন্ত দাবি করেন। কিন্তু এ জোটের অংশ হয়েও ওই প্রতিবাদে অংশ নেয়নি তৃণমূল কংগ্রেস।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, গত মঙ্গলবারের মতো বুধবারও পার্লামেন্টের মূল প্রবেশপথ মকরদ্বারের সামনে আদানি ঘুষকাণ্ডে যৌথ সংসদীয় কমিটির তদন্ত চেয়ে কংগ্রেসের নেতৃত্বে প্রতিবাদ জানিয়েছে ‘ইন্ডিয়া’ মঞ্চ। এসময় ‘মোদি ও আদানি একই সত্তা’ বলেও স্লোগান দেন তারা।

সেই বিক্ষোভে শামিল হন বিরোধী নেতা রাহুল গান্ধী, ওয়েনাডের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী সদস্যরা। প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে বিরোধীরা তালে তালে ‘জেপিসি, জেপিসি’ স্লোগান দেন। বিরোধী নেতারা ওই জ্যাকেট পরে অধিবেশন কক্ষেও যান। লোকসভার স্পিকার পরে নির্দেশ দেন, রাজনৈতিক স্লোগান লেখা জামাকাপড় পরে সভায় আসা যাবে না।

মূলত পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের শুরু থেকেই আদানি নিয়ে সংসদ অচলের বিরোধিতা করেছে তৃণমূল। মল্লিকার্জুন খাড়গের ডাকা বৈঠকেও হাজির থাকছে না তারা। কক্ষ সমন্বয়ে এসপিকেও সময়ে সময়ে পাশে পাচ্ছে দলটি। তাই ‘ইন্ডিয়া’র মধ্যে বিভাজনের এই সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠছে।

(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সার্ক সাংবাদিক ফোরাম ইউএইর কমিটি ঘোষণা
ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা: বগুড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ
রাঙ্গাবালীতে দেড় লাখ মিটার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
কলকাতায় সম্মাননা পেলেন নাট্যজন সেলিম রেজা সেন্টু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা