হাতিয়ায় ট্রলার ডুবি: নিহত ২, নিখোঁজ ২
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে ঘনকুয়াশার কবলে পড়ে ডুবচরের সাথে ধাক্কা লেগে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। নদী থেকে ডুবে যাওয়া ট্রলারে থাকা আবদুল হাসেম (৪৫) ও জুয়েল (২৭) নামে দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২০ জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ আছেন দেলোয়ার হোসেন ও ইরান উদ্দিন নামের দুই জেলে।
শুক্রবার ভোরে বুড়িরদোনা ঘাট এলাকার মেঘনা নদীতে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রবিউল মাঝির একটি ট্রলার বুধবার রাতে ২৪ জন জেলে নিয়ে হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে মাছ ধরতে যায়। শুক্রবার ভোরে মাছ ধরা অবস্থায় ঘনকুয়াশার কারণে দেখতে না পেয়ে নদীর ডুবোচরের সাথে ধাক্কা লেগে ট্রলারটি উল্টে যায়। এসময় ট্রলার থেকে ২০ জেলে সাঁতার দিয়ে কূলে উঠে আসলেও নিখোঁজ হন চারজন। পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করে দুজনের মরদেহ উদ্ধার করতে পারলেও এখনও পর্যন্ত দুই জেলে নিখোঁজ রয়েছেন।
হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, কুয়াশার কারণে জেলেদের ট্রলারটি ডুবচরে ধাক্কা লেগে উল্টে যায়। স্থানীয়দের সহযোগিতায় ২০ জন জেলেকে জীবিত ও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে কোস্টগার্ড ও নৌ পুলিশের সহযোগিতায় উদ্ধার অভিযান চলছে।
(ঢাকা টাইমস/০৬ডিসেম্বর/এসএ)
মন্তব্য করুন