অ্যাডিলেইড টেস্ট: স্টার্কের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৮০ রানে অলআউট ভারত

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৫:৫০
অ- অ+

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বর্ডার-গাভাস্কার ট্রফির অ্যাডিলেইড টেস্টে প্রথম ইনিংসে ভারতকে মাত্র ১৮০ রানে গুটিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। ক্যারিয়ারসেরা বোলিং করেছেন মিচেল স্টার্ক। ৪৮ রানে ৬ উইকেট শিকার করেছেন বাঁহাতি অজি পেসার।

দিবারাত্রীর এই টেস্ট ঘিরে উন্মাদনার কমতি ছিল না। বিশেষ করে গত সফরে এই অ্যাডিলেডেই দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউটের লজ্জায় পড়েছিল ভারত। এবার অবশ্য কিছুটা আত্মবিশ্বাস নিয়েই অ্যাডিলেডে খেলতে নামার সুযোগ পায় সফরকারীরা।

এবারের বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টের ভেন্যু ছিল পার্থে। প্যাট কামিন্সদের বিপক্ষে ২৯৫ রানের রেকর্ড জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে ভারত। সিরিজে সমতার লক্ষ্যে বল হাতে দারুণ শুরু করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

আজ (শুক্রবার) অ্যাডিলেড ওভালে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচ দিয়ে রোহিত দলে ফিরলেও ওপেনিংয়ে জয়সওয়ালের সঙ্গে ছিলেন কেএল রাহুল। কিন্তু প্রথম বলেই বিপর্যয়। এলবিডব্লু হয়ে ফেরেন জয়সওয়াল।

স্টার্কের ১৪০.৪ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছুটে আসা বল আঘাত হানে গিয়ে পায়ে। বলের সুইং বুঝতে পারেননি ভারতীয় ওপেনার। লেগ স্টাম্প বরাবর ধেয়ে আসা বল সোজা উইকেটের দিকে গিয়ে ঢোকে। ভেবেছিলেন বলটি বাইরে যাবে। লাইন ফস্কে এলবিডব্লিউ হন তিনি।

শূন্য রানে উদ্বোধনী জুটি ভাঙার পর ভারতের ইনিংসের হাল ধরেন রাহুল ও শুভমান গিল। কিন্তু ফের স্টার্কের অতিরিক্ত বাউন্সের শিকার হন রাহুল। কিছুক্ষণ পরে ফিরে যান কোহলিও। আগের ম্যাচে সেঞ্চুরির পর এদিন তিনি আউট হলেন মাত্র ৭ রানে। ৮১ রানের মাথায় শুভমান গিলেরও উইকেট হারায় ভারত। অজি পেসারদের সামনে আবারও ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং লাইন-আপ। প্রথম সেশনে একশো রান পেরোনোর আগেই ভারতের চার উইকেট পড়ে যায়।

রাহুলকে ওপেনিংয়ের জায়গা ছেড়ে দিয়ে ছয় নম্বরে নেমেছিলেন অধিনায়ক রোহিত। কিন্তু ব্যাটিং অর্ডারে বদল আনার দিনে সাফল্য পেলেন না। স্কট বোলান্ডের বলে ৩ রান করে ফিরে যান তিনি। ঋষভ পন্তও প্যাট কামিন্সের আচমকা অতিরিক্ত বাউন্সে আউট হলেন।

শেষ পর্যন্ত ইনিংসের হাল ধরেন নীতীশ কুমার রেড্ডি। কিন্তু শেষের দিকে অজি পেসারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন নীতীশ। ৫৪ বলে ৪২ রান করেন তিনি। ৩টি চার ও ৩টি ছয়ে সাজানো ছিল তার ইনিংস। ২২ রানের ঝোড়ো ইনিংস খেলেন অশ্বিন। শেষ পর্যন্ত ভারত থামে ১৮০ রানে। স্টার্কের ৬ উইকেট ছাড়াও দুটি করে শিকার করেছেন কামিন্স ও বোলান্ড।

(ঢাকাটাইমস/০৬ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সার্ক সাংবাদিক ফোরাম ইউএইর কমিটি ঘোষণা
ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা: বগুড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ
রাঙ্গাবালীতে দেড় লাখ মিটার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
কলকাতায় সম্মাননা পেলেন নাট্যজন সেলিম রেজা সেন্টু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা