৯৬ রানে ৫ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২১| আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৬
অ- অ+

ব্যাটিং ব্যর্থতা যেনো কোনোভাবেই পিছু ছাড়ছে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে আসা-যাওয়ার মিছিলে নেমেছ টাইগার ব্যাটাররা। যার ফলে মাত্র ৯৬ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ

আজ সোমবার (১৬ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টেবাংলাদেশের হয়ে আজ ওপেনিংয়ে নামেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। প্রথম দুই ওভারেই তারা তুলে নেন ১৫ রান। তবে পরের ওভারেই ভেঙে যায় এই জুটি। ১১ বলে মাত্র ৬ রান করে আকিল হোসেইনের শিকার হয়ে সাজঘরে ফিরে যান তানজিদ হাসান তামিম। তার বিদায়ে ১৫ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

তানজিদ তামিমের বিদায়ের পর একই ওভারে সাজঘরে ফিরে যান লিটন দাসও। ব্যাট হাতে অনেকদিন ধরেই ব্যর্থ লিটন দাস। এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও পুরোপুরি ব্যর্থ ছিলেন তিনি। যা নিয়ে সমালোচনা হচ্ছে প্রচুর। ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতেও ব্যাট হাতে ব্যর্থ লিটন।

আজ ক্যারিবীয়ানদের বিপক্ষে ক্রিজে নেমে প্রথম বলেই বোলার আকিলের হাতে ক্যাচ তুলে আউট হয়েছেন লিটন দাস।তার বিদায়ে ১৫ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এরপরেই আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে জুটি গড়েন সৌম্য সরকার। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। তবে বেশিদূর আগানোর আগেই এই জুটিকে থামান রোস্টন চেজ। রোস্টন চেজের বলে থার্ড ম্যানে আকিল হোসেইনের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন আফিফ হোসেন ধ্রুব। আউট হওয়ার আগে করেন ১১ বলে ৮ রান। তার বিদায়ে ৩০ রানে ৩ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ।

৩০ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়েন সৌম্য সরকার ও জাকের আলী অনিক। এই জুটিতে ভর করে শুরুর ধাক্কা কিছুটা উঠতে থাকে বাংলাদেশ। তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই এই জুটিকে থামান রোমারিও শেফার্ড। রোমারিও শেফার্ডের বলে রভম্যান পাওয়েলের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান জাকের। আউট হওয়ার আগে করেন ২৭ বলে ২৭ রান। তার বিদায়ে ভাঙে ৫৭ রানের জুটি।

জাকেরের বিদায়ের পর সাজঘরে ফিরে যান একপ্রান্ত আগলে রাখা সৌম্য সরকার। ৩২ বলে ৪৩ রান করে ওবেড ম্যাককয়ের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। তার বিদায়ে ৯৬ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ।

এই ম্যাচে তিন পেসার ও দুই স্পিনার দিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। দীর্ঘদিন পর একাদশে ফিরেছেন শামিম হোসেন পাটোয়ারী। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের সঙ্গে পেস সামলাবেন তানজিম হাসান সাকিব। আর রিশাদ হোসেনের সঙ্গে স্পিন সামলাতে আছেন মেহেদী হাসান।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), আন্দ্রে ফ্লেচার, রভম্যান পাওয়েল (অধিনায়ক), রোমারিও শেফার্ড, রোস্টন চেস, আকিল হোসেইন, গুডাকেশ মোটি, আলজারি জোসেফ ও ওবেড ম্যাককয়।

(ঢাকাটাইমস/১৬ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা
পুলিশকে অপহরণ করে ডাকাতদলের পলায়ন! অতঃপর যা ঘটলো
অবশেষে পৃথিবীতে ফিরলেন মহাকাশ স্টেশনে আট মাস আটকে থাকা বুচ ও সুনি
রাঙ্গুনিয়ার প্রবীণ আলেমে দ্বীন হাফেজ মাওলানা রুহুল আমিন আর নেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা