ইনজুরিতে পড়ে তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন স্টোকস

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫০
অ- অ+

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। টুর্নামেন্ট শুরুর দুই মাস আগেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করে ইংল্যান্ড। সেই দলে রাখা হয়নি দলটির টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে। অনুমান করা হচ্ছিল বড় কোনো ইনজুরিতে পড়েছেন এই ইংলিশ তারকা অলরাউন্ডার। অবশেষে সেই শঙ্কাই হলো সত্যি।

হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে এবার তিন মাসের জন্য ছিটকে গেলেন স্টোকস। ৩৩ বছর বয়সি স্টোকসকে বাঁ পায়ে অস্ত্রোপচার করাতে হবে। যার কারণে আবারও দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে।

সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজে ইনজুরিতে পড়েন স্টোকস। সিরিজের শেষ টেস্টের তৃতীয় দিনে বোলিং করতে গিয়ে পায়ে চোট পান ইংলিশ অধিনায়ক। এ বছর এ নিয়ে দ্বিতীয়বার বাঁ পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ল স্টোকসের।

এবারের স্টোকসের হ্যামস্ট্রিং ইনজুরির জন্য অস্ত্রোপচার করাতে হবে। যা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে। তারা জানায়, ‘অন্তত তিন মাসের জন্য ক্রিকেট থেকে ছিটকে গেছেন বেন স্টোকস। পরীক্ষায় ধরা পড়েছে, তার বাঁ পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে। জানুয়ারিতে অস্ত্রোপচার হবে ডারহাম অলরাউন্ডারের পায়ে।’

স্টোকস নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার ইনজুরি নিয়ে পোস্ট করেছেন। এক্সে স্টোকস লিখেছেন, ‘একটা বাধা পার হওয়া আছে…তাহলে শুরু করা যাক!!! আমার এখনও অনেক কিছু দেয়ার আছে, নিজের দল ও এই জার্সির জন্য আরও রক্ত, ঘাম ও অশ্রু ঝরানোর আছে। ঠিক এ কারণেই নিজের শরীরে ফিনিক্সের ছবি স্থায়ীভাবে এঁকেছি। মাঠেই দেখা হবে।’

ইনজুরির কারণে আগামী বছর ভারত সফর এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না বেন স্টোকস। আর স্টোকসের ইনজুরির সময়ে ইংল্যান্ডের কোনো টেস্ট সিরিজও নেই। এদিকে এরই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে ইসিবি। (ঢাকাটাইমস/২৪ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) এ বিচার কার মাধ্যমে হবে তার সুরাহা কেন জরুরি 
জনতা ব্যাংকে টাস্কফোর্স সভা অনুষ্ঠিত
লাশের খবরে পুলিশকে ফোন: অতঃপর যা হলো
রমনা বোমা হামলা: আপিলে মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন, যাবজ্জীবন কমিয়ে ১০ বছরের সাজা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা