ব্যাটিং বিপর্যয় ঢাকার, শিরোপা জিততে রংপুরের দরকার মাত্র ৬৩ রান

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৪:১৪
অ- অ+

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি। যেখানে ফাইনালে মুখোমুখি হয়েছে ঢাকা মেট্রো ও রংপুর বিভাগ। তবে ফাইনালে এসেই খেই হেরে ফেললো ঢাকার ব্যাটাররা। শিরোপার লড়াইয়ে রংপুরকে চ্যালেঞ্জই জানাতে পারল না নাঈম শেখের দল।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে রংপুরকে ৬৩ রানের লক্ষ্য দিয়েছে ঢাকা মেট্রো। টস জিতে মেট্রোকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানায় রংপুর। ব্যাট করতে নেমে মুকিদুল ইসলাম মুগ্ধ-আলাউদ্দিন বাবুদের তোপে ১৬.৩ ওভারে মাত্র ৬২ রানে গুটিয়ে যায় ঢাকা মেট্রো।

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ইমরানুজ্জামানের উইকেট হারায় ঢাকা। মুগ্ধের বলে বিদায় নেয়ার আগে ৪ রান করেন ঢাকার ওপেনার। দ্বিতীয় ওভারে অধিনায়ক নাঈম শেখও বিদায় নেন। আলাউদ্দিন বাবুর বলে উইকেটের পেছনে ক্যাচ দেন রানের খাতা খুলতে ব্যর্থ নাঈম।

তৃতীয় ওভারে জোড়া আঘাত হানেন মুগ্ধ। টানা দুই বলে আনিসুল ইসলাম (৩) এবং আমিনুল ইসলাম বিপ্লবকে (০) ফেরান তিনি। মাত্র ৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ঢাকা মেট্রো।

পঞ্চম ওভারে গাজী তাহযিবুল ইসলামও (২) বিদায় নেন। ঢাকার সংগ্রহ তখন মতে ১৬ রান। ষষ্ঠ উইকেটে শামসুর রহমান শুভ এবং মোসাদ্দেক হোসেন সৈকতের জুটিতে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জাগিয়েছিল ঢাকা। ১৭ রানের ছোট্ট একটা জুটি গড়ে শুভ বিদায় নেন। ২৮ বলে ২ চারে ১৪ রান করে মোহাম্মদ রিজওয়ানের শিকারে পরিণত হন তিনি। পরের ওভারে বিদায় নেন সৈকতও। রবিউলের বলে আউট হওয়ার আগে ১৫ বলে ৬ রান করেন তিনি।

৩৮ রানে সপ্তম উইকেট হারানো ঢাকা পঞ্চাশ পেরোয় আবু হায়দার রনি-শহিদুল ইসলামের জুটিতে। ৯ বলে ২ চারে ১৩ রান করা রনি রান আউটে কাটা পড়েন। ঢাকার রান তখন ৫২। এরপর আর ১০ রান যোগ করতেই অলআউট হয় ঢাকা। শহিদুল ১৬ বলে ৬ এবং রাকিবুল ৯ বলে ৩ রান করেন।

রংপুরের পক্ষে আলাউদ্দিন বাবু এবং মুগ্ধ ৩টি করে উইকেট শিকার করেন। ১টি করে উইকেট শিকার করেন রবিউল, রিজওয়ান এবং আরিফ আহমেদ।

(ঢাকাটাইমস/২৪ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জয়পুরহাটে জামিন নিতে গিয়ে কারাগারে দুই আ. লীগ নেতা
সামিট-ইউনাইটেডসহ ১৫৮ বিদ্যুৎকেন্দ্রের নথি নিল দুদক, ক্যাপাসিটি চার্জের নামে লুটপাট ১ লাখ কোটি
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে: আমির খসরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা