দুদকের মহাপরিচালক হলেন আবু হেনা মোস্তফা জামান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (ডিজি) হয়েছেন আবু হেনা মোস্তফা জামান। বর্তমানে তিনি জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব পদে দায়িত্বে আছেন।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তাফা জামানকে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। এই কর্মকর্তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
(ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/এসএস/এমআর)

মন্তব্য করুন