‘মি. এন্ড মিস গ্ল্যামার লুকস’র বিচারক নাজনীন হাসান খান

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:১৬| আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১৮:০২
অ- অ+

রিয়েলিটি শো 'মি. এন্ড মিস গ্ল্যামার লুকস-২০২৪'-এর বিচারক হলেন পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজনীন হাসান খান। প্রাথমিক বাছাই থেকে ফাইনাল রাউন্ড পর্যন্ত প্রতিযোগিতায় অন্যতম বিচারক ছিলেন তিনি। প্রতিযোগিতায় হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে সেরা ৬ জনকে বিজয়ীকে করা হয়েছে, যারা দেশ ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।

গত ২৭ ডিসেম্বর সন্ধ্যায় 'ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লি. (আইসিসিএল)' অনুষ্ঠিত হয় 'মিস্টার এন্ড মিস গ্ল্যামার লুকস' (সিজন ৪)-এর ফাইনাল রাউন্ড।

এ বিষয়ে নাজনীন হাসান খান বলেন, 'মিস্টার এন্ড মিস গ্ল্যামার লুকস' দেশের নানা প্রান্ত থেকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিভাগুলোকে দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করার উপযোগী করে গড়ে তুলে। সেই সাথে তাদেরকে সাংস্কৃতিক অঙ্গনে ঘাটতি পূরণেও কাজে লাগানো যাচ্ছে। এইটা আসলে এক কথায় বিশাল একটি কাজ এই অঙ্গনের জন্য। আমি কর্তৃপক্ষকে এজন্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই আয়োজনের আশু শুভকামনা করছি।'

উল্লেখ্য যে, চলতি বছরের আগস্ট মাস থেকে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে পুরুষ ও নারীরা উভয়ই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেখান থেকে একাধিক ধাপ অতিক্রমের মাধ্যমে শুক্রবার অনুষ্ঠিত হয় ফাইনাল রাউন্ড।

বিচারকের আসনে আরো যারা ছিল- অপু বিশ্বাস, রাজীব মণি দাস, জয় চৌধুরী, মাহবুদ, সিফাত নুসরাত, মারিয়া কিসপট্রা।

এবারের 'মি. এন্ড মিস গ্ল্যামার লুকস' বিজয়ীরা হলেন- (নারী) চ্যাম্পিয়ন- প্রিয়াঙ্কা বারই, ১ম রানার আপ- মুসকান চৌধুরী, ২য় রানার আপ টাজরুবা নওশিন, (পুরুষ) চ্যাম্পিয়ন- রায়ান মুকিত আলভি, ১ম রানার আপ- আডনান করিম, ২য় রানার আপ- আরিয়ান সোহাগ।

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, জাতির সামনে উপস্থাপন ৫ আগস্ট
সালথায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহিন গ্রেপ্তার
সাংবাদিক কাদের গনি চৌধুরীকে দেখতে হাসপাতালে পেশাজীবী নেতৃবৃন্দ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা