মাদারীপুরে কোটি কোটি টাকা নিয়ে পালানো ৪ প্রতারক গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জানুয়ারি ২০২৫, ১২:০০
অ- অ+

নিজের কোনো ইটের ভাটা না থাকলেও ইট ব্যবসায় মোটা অঙ্কের টাকা লাভের প্রলোভন দিয়ে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া মাদারীপুরের শিবচরের প্রতারক হালান ও তার স্ত্রীসহ চারজনকে ডিবির সহায়তায় গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে শিবচর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার বিকালে মাদারীপুর আদালতে তোলা হয়।

এদিকে প্রতারক হালানের গ্রেপ্তারের খবরে মঙ্গলবার সকালেই থানার সামনে শতশত ভুক্তভোগী ভীড় করে।

পুলিশ জানায়, কথিত ইট ব্যবসায়ী প্রতারক হালান মোল্লাসহ ৯ জনকে আসামি করে প্রতারণার শিকার সুমন হাওলাদার নামে একজন সোমবার শিবচর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বাদীর ১০ লাখ টাকাসহ আত্বীয়-স্বজন ও এলাকাবাসীর ২ হাজার কোটি টাকা হালানসহ প্রতারক চক্রটি আত্মসাৎ করে পালিয়ে গেছে বলে উল্লেখ করা হয়।

তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতেই শিবচর থানার ওসি মোকতার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গাজীপুরের উদ্দেশে রওনা দেয়। ডিবি পুলিশের সহায়তায় গাজীপুরের টঙ্গীর একটি ভাড়া বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় প্রতারক হালান, তার স্ত্রী সুমি বেগম, বোন জামাই ফারুক ও শাহ আলমকে গ্রেপ্তার করে।

এসময় হালানের কাছ থেকে নগদ ১১ লাখ ৭০ হাজার টাকা, বেশ কিছু নন জুডিশিয়াল স্ট্যাম্প ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

হালানের গ্রেপ্তারের খবরে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শত শত ভুক্তভোগী থানার সামনে অবস্থান নেন। এসময় হালানের দেওয়া দুই শতাধিক নন জুডিশিয়াল স্ট্যাম্পের ফটোকপি জমা রাখা হয় ভুক্তভোগীদের কাছ থেকে। পরে পুলিশ ভুক্তভোগীদের বুঝিয়ে বাড়ি পাঠায়।

শিবচর থানার ওসি মোকতার হোসেন বলেন, ‘ডিবি পুলিশের সহায়তায় আসামিদের গাজীপুরের টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করে মাদারীপুর আদালতে তোলা হয়। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।’

(ঢাকাটাইমস/১জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারা হেফাজতে ঢাকার ব্যবসায়ীর মৃত্যু
এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটি গঠন
মুন্সীগঞ্জে ২১০ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ
কুয়ালালামপুর বিমানবন্দরে ৪ বাংলাদেশি আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা