বাণিজ্যিক উন্নয়নে কাজ করবে বাংলাদেশ-সৌদি আরব

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২৫, ১৪:৪০| আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১৫:২৮
অ- অ+

ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল ‘নিউ ইয়ার, নিউ মিশন’ শিরোনামে আন্তর্জাতিক সম্মেলন। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বিআইসিসি সম্মেলন কেন্দ্রে সারাদেশ থেকে আগত বিপুল সংখ্যক উদ্যোক্তার উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ওয়ার্ল্ড ক্লাস বিজনেস মাইন্ডসেট সম্পর্কে মাইন্ড ট্রেনিং করান সাবিত ইন্টারন্যাশনালের পরিচালক সাবিত রায়হান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের মক্কা ক্লক টাওয়ারের প্রধান নির্বাহী (সিইও) ড. সালেহ আল্ হাবিব।

সম্মেলনে তিনি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং ব্যবসার নতুন সুযোগ তৈরিসহ নানাবিধ বিষয়ে বক্তব্য দেন।

আয়োজক সাবিত ইন্টারন্যাশনালের পক্ষ থেকে জানানো হয়, ওয়ার্ল্ড ক্লাস বিজনেস মাইন্ডসেট, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের নতুন দিকনির্দেশনা প্রদানে তাদের এমন আয়োজন। পাশাপাশি সম্মেলনে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সমস্যার সমাধান ও সৌদি আরবে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে ব্যবসার সম্ভাবনা অন্বেষণ করে নতুন উদ্যোগ শুরু করতে চান, কিংবা বিদ্যমান ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছেন তাদের জন্য এই সম্মেলনটি একটি অনন্য সুযোগ ছিল।

২ হাজারের বেশি শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও পেশাজীবীসহ সম্মেলনে অংশ নিতে অনলাইনে ১০ হাজারের বেশি উদ্যোক্তা নিবন্ধন করেন।

(ঢাকা টাইমস/০৪জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান
ঢাকার যানজটের অপ্রতিরোধ্য প্রভাব-যন্ত্রণা এবং তার সমাধান
মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত দেবে নির্বাচিত সংসদ: তারেক রহমান
রাজনৈতিকভাবে একটা অস্বাভাবিক পরিস্থিতিতে বাস করছি: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা