শেখ হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার চিঠির জবাব এখনো দেয়নি দিল্লি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২৫, ১৯:১৯
অ- অ+

ছাত্র-জনতার প্রবল আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে এখন পর্যন্ত ভারত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

শনিবার বেলাব থানা সমিতি আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

এর আগে গত ২৩ ডিসেম্বর বিচার প্রক্রিয়ার স্বার্থে শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে কূটনৈতিক নোট পাঠায় ঢাকা। নোট পাওয়ার কথা জানালেও দিল্লির তরফে এখন পর্যন্ত এর কোনো জবাব আসেনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার (৩ জানুয়ারি) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে বলেছিলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার অনুরোধের বিষয়ে এই মুহূর্তে ভারতের নতুন করে কিছু বলার নেই।

গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। হত্যা, গণহত্যা, গুমসহ নানা অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে বহু মামলা দায়ের হয়েছে।

(ঢাকাটাইমস/৪জানুয়ারি/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমরা বারবার সাপ-লুডুর কাটায় পড়ে নিচে নামি: নজরুল ইসলাম খান
রাঙ্গুনিয়ার পলাতক আওয়ামী লীগ নেতা আইয়ুব গ্রেপ্তার
স্বাস্থ্যখাত এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে: ডা. রফিকুল ইসলাম
চরমোনাই পীরকে নিয়ে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে হুমকি!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা