মাদারীপুরে তিন খুনের ঘটনায় গ্রেপ্তার ১১: হত্যায় ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৫, ১৪:৪১| আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১৫:১৩
অ- অ+

মাদারীপুরের কালকিনিতে চাঞ্চল্যকর তিন খুনের মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি নিয়ে মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে মঙ্গলবার দুপুরে ব্রিফ করেছেন জেলার পুলিশ সুপার মো. সাইফুজ্জামান।

এর আগে সোমবার রাতে হত্যা মামলার অন্যতম আসামি ফয়সাল তালুকদারকে নিয়ে অভিযানে গিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— মামলার আসামি মুকুল বেপারী, ফয়সাল তালুকদার, রবিউল তালুকদার, অমিত তালুকদার, সম্রাট তালুকদার, বেলায়েত মৃধা, মাহবুব আলম, শান্ত হাওলাদার, মোতালেব হোসেন, মতু হাওলাদার ও বেলায়েত মৃধা। এদের বিরুদ্ধে দুটি হত্যা ও একটি জখমের মামলা রয়েছে।

পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, গত ২৭ ডিসেম্বর সংঘটিত তিন খুনের ঘটনায় কালকিনি থানায় দুটি হত্যা ও একটি জখমের মামলা হয়েছে। এতে প্রায় ২শ জনকে এজাহারভুক্ত আসামি এবং আরও প্রায় ২শ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, সোমবার রাতে মাদারীপুর জেলার সহকারী পুলিশ সুপার সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), কালকিনি থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল আটককৃত আসামিকে নিয়ে কালাই সরদারের চর এলাকায় অভিযান চালায়। অভিযানে হত্যার পর নিহতের হাত-পা বিচ্ছিন্নের কাজে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়। এসময় ওই এলাকা থেকে ব্যাগ ভর্তি হাতবোমাও উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালকিনির বাঁশগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের নেতৃত্বে হামলা চালিয়ে ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আতাউর রহমান আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও সহযোগী সিরাজ চৌকিদার নিহত হন। এছাড়াও বেশ কয়েকজনের পা কেটে ফেলে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় সুমনকে এক নম্বর আসামি করে হত্যা মামলা করা হয়।

(ঢাকা টাইমস/০৭জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা