আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেবে বিসিবি, সাকিব কি থাকবেন?

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৫, ১৮:১৮| আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৯:২৫
অ- অ+

অনেক জলঘোলার পর ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এরই মাঝে ১২ জানুয়ারির মধ্যে স্কোয়াড জমা দেওয়ার সময়সীমা বেধে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাই আগামীকালের মধ্যেই সবগুলো দলকে স্কোয়াড জমা দিতে হবে। জানা গেছে, নির্ধারিত সময়ের শেষ দিনে দল জমা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গুঞ্জন ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারো জাতীয় দলে ফিরছেন তামিম ইকবাল। তবে গতরাতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। তাই এই ওপেনারের আর খেলা হচ্ছে না। তবে সাকিব আল হাসানকে নিয়ে এখনো দ্বিধায় আছে বোর্ড।

বর্তমান সময়ে বিশ্বসেরা এই অলরাউন্ডারের সময়টাও ভালো যাচ্ছে না। পরপর দুইবার বোলিং এর পরীক্ষায় ফেল করেছেন। তাই শুধু ব্যাটিং এর কারণেই সাকিবকে দলে নেয়া হবে কিনা এ নিয়েও চলছে বিস্তর আলোচনা।

জানা গেছে, সাকিবের খেলার ব্যাপারটি এখন নির্বাচকদের হাতে নেই, বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী হবে সবকিছু।

সাকিবকে নিয়ে নিশ্চিতভাবে কিছু জানা না গেলেও জানা গেছে, আগামীকালই আইসিসিতে স্কোয়াড জমা দেবে বিসিবি। তবে সেটা এখনই গণমাধ্যমে প্রকাশ করবে না বোর্ড। কারণ স্কোয়াড জমা দেওয়ার পরও পরিবর্তনের সুযোগ পাবে দলগুলো।

(ঢাকাটাইমস/১১ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: চবির ৭৩ শিক্ষার্থী বহিষ্কার
ভুয়া তথ্য ছড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে ফেসবুককে আহ্বান প্রধান উপদেষ্টার
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম :আমিনুল হক 
গণতন্ত্রের লড়াই এখনো শেষ হয়ে যায়নি: মজনু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা