আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেবে বিসিবি, সাকিব কি থাকবেন?
অনেক জলঘোলার পর ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এরই মাঝে ১২ জানুয়ারির মধ্যে স্কোয়াড জমা দেওয়ার সময়সীমা বেধে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাই আগামীকালের মধ্যেই সবগুলো দলকে স্কোয়াড জমা দিতে হবে। জানা গেছে, নির্ধারিত সময়ের শেষ দিনে দল জমা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গুঞ্জন ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারো জাতীয় দলে ফিরছেন তামিম ইকবাল। তবে গতরাতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। তাই এই ওপেনারের আর খেলা হচ্ছে না। তবে সাকিব আল হাসানকে নিয়ে এখনো দ্বিধায় আছে বোর্ড।
বর্তমান সময়ে বিশ্বসেরা এই অলরাউন্ডারের সময়টাও ভালো যাচ্ছে না। পরপর দুইবার বোলিং এর পরীক্ষায় ফেল করেছেন। তাই শুধু ব্যাটিং এর কারণেই সাকিবকে দলে নেয়া হবে কিনা এ নিয়েও চলছে বিস্তর আলোচনা।
জানা গেছে, সাকিবের খেলার ব্যাপারটি এখন নির্বাচকদের হাতে নেই, বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী হবে সবকিছু।
সাকিবকে নিয়ে নিশ্চিতভাবে কিছু জানা না গেলেও জানা গেছে, আগামীকালই আইসিসিতে স্কোয়াড জমা দেবে বিসিবি। তবে সেটা এখনই গণমাধ্যমে প্রকাশ করবে না বোর্ড। কারণ স্কোয়াড জমা দেওয়ার পরও পরিবর্তনের সুযোগ পাবে দলগুলো।
(ঢাকাটাইমস/১১ জানুয়ারি/এনবিডব্লিউ)
মন্তব্য করুন