বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হলেন মাওলানা মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৫, ১৯:০১
অ- অ+

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির নির্বাচিত হয়েছেন মাওলানা মামুনুল হক। তিনি এতদিন সংগঠনটির মহাসচিবের দায়িত্বে ছিলেন। আর মহাসচিব নির্বাচিত হয়েছেন মাওলানা জালালুদ্দিন, যিনি যুগ্ম মহাসচিব ছিলেন।

শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত মজলিসে শুরার অধিবেশনে এই সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের দায়িত্ব পালন করে আসা মাওলানা ইসমাঈল নূরপুরী সংগঠনটির অভিভাবক পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই দায়িত্ব পালন করে আসা মাওলানা রফিকুর রহমান সম্প্রতি ইন্তেকাল করেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছে শায়খুল হাদীস পরিষদ। সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মাহফুজুল হক, সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ এবং সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ এক যৌথ বিবৃতিতে বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের শুরা সদস্যরা যথাসময়ে একটি গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

বিবৃতিতে তারা বলেন, আমরা বিশ্বাস করি, শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির হাতে গড়া এ সংগঠনের নেতৃত্ব একজন যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তির হাতে অর্পিত হয়েছে।

ঢাকাটাইমস/১১জানুয়ারি/জেবি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদ্যুৎ খাত উন্নয়নে ৩০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহন কারখানা স্থাপনে চীনের প্রতি আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
এক ব্যক্তি একাধিক ব্যাটারিচালিত রিকশার মালিক হতে পারবেন না: ডিএমপি কমিশনার
নতুন রাজনৈতিক দলের উত্থানকে হুমকি মনে করছে বিএনপি: হাসনাত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা