এবি ব্যাংক ৩৩তম প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৫, ১৯:০৪
অ- অ+

এবি ব্যাংক ৩৩তম প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট গত শুক্রবার বিপুল উৎসাহ আর উৎসবমুখর পরিবেশে ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। প্রায় ২০০ গলফারের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিল এবি ব্যাংক পিএলসি. এবং সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে ছিল থাকরাল ইনফরমেশন সিস্টেমস লিমিটেড।

টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি, জেনারেল অফিসার কমান্ডিং ২৪ ইনফ্যান্ট্রি ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এবং প্রেসিডেন্ট, ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মিজানুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ ও থাকরাল ইনফরমেশন সিস্টেমস লিমিটেডের নির্বাহী পরিচালক বাসব পি বাগচীসহ ব্যাংকের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

(ঢাকা টাইমস/১১জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে পত্র তারেক রহমানের
বিএনপির সমাবেশে সাংবাদিক পরিচয়ে শিবিরকর্মী!
৫ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
হঠাৎ অসুস্থ লুৎফুজ্জামান বাবর, নেওয়া হয়েছে হাসপাতালে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা