বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ডেনমার্ক আ.লীগের আলোচনা সভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবতন দিবস উপলক্ষে কোপেনহেগেনের একটি রেস্টুরেন্টে ডেনমার্ক আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার স্বদেশ প্রত্যবর্তন দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডেনমার্ক আওয়ামী লীগ নেতা মোস্তফা মজুমদার বাচ্চু।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাবু সুভাষ ঘোষ, এম এ লিংকন মোল্লা, মোহাম্মদ শহীদ, জাহিদ চৌধুরী বাবু, সামী দাস, নাঈম উদ্দিন খান, বোরহান উদ্দিন, মানজুর আহমেদ লিমন, শামীম খালাশী, বাহার উদ্দিন, জিএম বাবু ও মনিরুজ্জামান, ডেনমার্ক আওয়ামী যুবলীগের আহ্বায়ক আমির জীবন।
বক্তারা বলেন, ১৯৭২ সালে পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে জাতির অবিসংবাদিত নেতা স্বাধীনতার ঘোষক বাংলাদেশের মাটিতে ১০ জানুয়ারি প্রত্যাবর্তন করেন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে পূর্ণতা পায় এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতা। রক্ত দিয়ে কেনা এই স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে শপথ নেন। জননেত্রী শেখ হাসিনা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দ্বিতীয় বার স্বদেশে প্রত্যাবর্তন করবেন। (ঢাকা টাইমস/১২জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন