উসমান-ক্লার্কের জোড়া অর্ধশতকের পর হায়দার ঝড়ে চিটাগংয়ের রানের পাহাড়

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ১১তম আসরের সিলেট পর্বের শেষ দিন আজ। আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে চিটাগং কিংসের মুখোমুখি হচ্ছে সিলেট স্ট্রাইকার্স। সিলেটের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে উসমান খান এবং গ্রাহাম ক্লার্কের ঝড়ো হাফ সেঞ্চুরির পর মোহাম্মদ মিঠুনের ক্যামিও এবং হায়দার আলীর ফিনিশিংয়ে সিলেট ক্যাপিটালসের বিপক্ষে ছয় উইকেটে ২০৩ রান করেছে চিটাগং কিংস।
চিটাগং কিংসের হয়ে আজ ওপেনিংয়ে নামেন পারভেজ হোসেন ইমন ও উসমান খান। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন তারা। তকে বেশিদূর এগোনোর আগেই এই জুটকে থামিয়ে সিলেটকে স্বস্তি এনে দেন তানজিম হাসান সাকিব।
তানজিম হাসান সাকিবের বলে নিহাদুজ্জামানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান পারভেজ হোসেন ইমন। আউট হওয়ার আগে করেন ১০ বলে ৭ রান।
ইমনের বিদায়ের পর গ্রাহাম ক্লার্ককে নিয়ে জুটি গড়েন উসমান খান। এই জুটিতে ভর করে শুরুর ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চিটাগং কিংস। সিলেটের বিপক্ষে আজ ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন উসমান খান।
তবে অর্ধশতক তুলে নেওয়ার পর নিজের ইনিংসকে আর বেশিদূর নিয়ে যেতে পারেননি তিনি। ৩৫ বলে ৫৩ রান করে আরিফুল হকের বলে তানজিম হাসান সাকিবের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান উসমান খান। তার বিদায়ে ভাঙে ৪৮ রানের জুটি।
উসমান খানের বিদায়ের পর মোহাম্মদ মিঠুনকে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন গ্রাহাম ক্লার্ক। উসমান খানের পথ ধরে তিনিও আজ তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। তবে উসমান খানের মতো অর্ধশতক তুলে নেওয়ার পর নিজের ইনিংসকে বেশিদূর নিয়ে যেতে পারেননি তিনি।
৩৩ বল ৬০ রান করে নাহিদুল ইসলামের বলে আরিফুল হকের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ভাঙে ৪৮ রানের জুটি।
গ্রাহাম ক্লার্কের বিদায়ের পর সাজঘরে ফিরে যান মোহাম্মদ মিঠুনও। ১৯ বলে ২৮ রানের ইনিংস খেলে রুয়েল মিয়ার শিকার হয়ে সাজঘরে ফিরে যান তিনি।
এরপরেই ব্যাট হাতে ঝড় তুলতে থাকেন হায়দার আলী। খেলেন ১৮ বলে ৪২ দুর্দান্ত এক ইনিংস। তার এই অপরাজিত ৪২ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করেছে চিটাগং কিংস ।
(ঢাকাটাইমস/১৩ জানুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন