ইবিতে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি আটক

ইবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৫, ২০:৫৭
অ- অ+

পরীক্ষা দিতে এসে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি মামুন-অর-রশিদকে আটক করা হয়েছে। মামুন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী। সোমবার দুপুরে তাকে আটক করা হয়।

এর আগে, এদিন দুপুর সাড়ে ১২টা থেকেই বিভাগের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

জানা যায়, ম্যানেজমেন্ট বিভাগের রিটেক পরীক্ষা শুরু হয়েছে গত শনিবার। মামুন সোমবার পরীক্ষা দিতে আসেন। পরে দুপুর সাড়ে ১২টায় শিক্ষার্থীরা বিভাগের সামনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিভাগের শিক্ষকরাও এ সময় উপস্থিত শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বিভাগের শিক্ষক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে মামুনকে থানায় সোপর্দ করেন।

শিক্ষার্থীরা জানান, বিভিন্ন সময়ে ক্যাম্পাসে এই নেতা প্রভাব বিস্তার করেছে এবং ছাত্র আন্দোলনে মামুন সরাসরি বিরোধিতা করেছেন। এরকম কাউকে ক্যাম্পাসে এসে পরীক্ষায় বসতে দেওয়া হবে না।

এ বিষয়ে সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফকরুল ইসলাম বলেন, ‘আমরা শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছি। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

(ঢাকা টাইমস/১৩জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে: ডিএমপি কমিশনার
ডিএমপির সাবেক সহকারী কমিশনার রাজন সাহা গ্রেপ্তার
জুলাই আন্দোলনে শিশুসহ নিহত ১৪০০: জাতিসংঘের প্রতিবেদন
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পাঁচ পরিবর্তন আনলো অস্ট্রেলিয়া 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা