ইবিতে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি আটক

পরীক্ষা দিতে এসে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি মামুন-অর-রশিদকে আটক করা হয়েছে। মামুন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী। সোমবার দুপুরে তাকে আটক করা হয়।
এর আগে, এদিন দুপুর সাড়ে ১২টা থেকেই বিভাগের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, বিভিন্ন সময়ে ক্যাম্পাসে এই নেতা প্রভাব বিস্তার করেছে এবং ছাত্র আন্দোলনে মামুন সরাসরি বিরোধিতা করেছেন। এরকম কাউকে ক্যাম্পাসে এসে পরীক্ষায় বসতে দেওয়া হবে না।
এ বিষয়ে সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফকরুল ইসলাম বলেন, ‘আমরা শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছি। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
(ঢাকা টাইমস/১৩জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন