নাটকীয়তা শেষে আজ অনুশীলনে ফিরেছেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা 

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৫, ১১:৫৯| আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১২:৫৭
অ- অ+

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ১১তম আসরের মাঠের লড়াই চলছে। ঢাকার পর সিলেট ঘুরে বিপিএলের ১১তম আসর এবার শুরু হবে চট্টগ্রামে। তবে তার আগেই ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে গতকাল সকাল ১০টা থেকে অনুশীলনের কথা ছিল দুর্বার রাজশাহীর। তবে সকাল পৌনে ১১টার দিকে দলটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুশীলন বাতিল করা হয়েছে। তবে ক্রিকেটাররা জানান ভিন্ন কথা, মূলত পারিশ্রমিক না দেওয়ায় অনুশীলনে আসেননি ক্রিকেটাররা। বিপিএলে প্রায় অর্ধেক পার করে ফেললেও এখন পর্যন্ত পারিশ্রমিকের ১ টাকাও বুঝে পাননি দুর্বার রাজশাহীর স্থানীয় ক্রিকেটাররা।

এই নিয়ে দলের সদস্যদের ভেতর ছিল ক্ষোভ। তারই প্রেক্ষিতে গতকাল অনুশীলন করার কথা থাকলেও শেষ পর্যন্ত অনুশীলন করেননি রাজশাহীর ক্রিকেটাররা। পরে দিনভর চলেছে নানা নাটকীয়তা। সন্ধ্যায় হয়েছে বৈঠক। এরপর রাজশাহী কর্তৃপক্ষের থেকে মিলেছে নিশ্চয়তা। তাদের প্রতিশ্রুতি মেনে আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালেই দেখা গেল দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে সকালে অনুশীলন শুরু করেন ক্রিকেটাররা। অধিনায়ক এনামুল হক বিজয়ও রয়েছেন অনুশীলনে।

ঘটনার সূত্রপাত গতকাল সকালে। ক্রিকেটারদের দাবি অনুযায়ী, ১৫ জানুয়ারি ছিল তাদের পারিশ্রমিকের ২৫ শতাংশ পরিশোধ করার শেষ দিন হলেও দুই ক্রিকেটার ব্যাংকে চেক নিয়ে দেখেন অ্যাকাউন্টে টাকা নেই। চেক বাউন্স হওয়ায় ক্ষোভে তারা অনুশীলন না করার সিদ্ধান্ত নেন।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যার আগে রাজশাহী মিডিয়া ম্যানেজার ইশতিয়াক সংবাদমাধ্যমে চেক বাউন্স করার কারণ ব্যাখ্যা করেছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, রাজশাহীর মালিক পক্ষের ১৫ জানুয়ারি পেমেন্ট দেওয়ার কথা নয়, পেমেন্ট হওয়ার কথা বৃহস্পতিবার (১৬ জানুয়ারি)। তবে বিদেশি ক্রিকেটার ও কোচের ২৫ শতাংশ বেতন এক সপ্তাহ আগেই হয়ে গেছে।

দীর্ঘদিন পর বিপিএলে ফিরে এসে খুব একটা চমক দেখাতে পারছে না রাজশাহী। ৬ ম্যাচে মাত্র দুই জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে আছে এনামুল হক বিজয় ও তাসকিন আহমেদরা। চট্টগ্রাম পর্বে চারটি ম্যাচ খেলার কথা রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির। আগামীকাল ১৭ জানুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী।

(ঢাকাটাইমস/১৬ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে বাজার দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত  
Celebrating Mother’s Day: A Tribute to the Strength and Love of Working Mothers
‘সীমান্তে পুশইন নিয়ে সরকার নীরব, কোথায় পাওয়ারফুল খোদা বখস: রিজভী
বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে নারী-শিশুসহ আটক ১৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা