কাবরেরা ও বাটলারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে বাফুফে

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৫, ১২:৫৬
অ- অ+

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার এবং পুরুষ দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফের সঙ্গে জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা ও মেয়েদের সাফ জয়ী কোচ পিটার জেমস বাটলারের চুক্তি শেষ হয়ে গিয়েছিল গত ৩১ ডিসেম্বর।

এরপর আর নতুন কাউকে নিয়োগ দেয়নি বাফুফে। পুরনো দুই কোচের ওপরই আস্থা রাখছেন সভাপতি তাবিথ আউয়াল।

বাফুফের জরুরি কমিটির সভায় বুধবার (১৫ জানুয়ারি) সভাপতি তাবিথ আউয়াল দুই কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির কথা জানান সদস্যদের। ইংল্যান্ডে অবস্থান করা তাবিথ আউয়াল ভার্চুয়ালি এ সভা করেছেন। সভায় অংশ নেয়া এক সদস্য দুই কোচকে রেখে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার-ই (১৬ জানুয়ারি) এই দুই কোচের সঙ্গে চুক্তি করতে পারে বাফুফে।

এদিকে কাবরেরার চুক্তির মেয়াদ হচ্ছে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত। মূলত এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ শেষ হওয়া পর্যন্ত থাকবেন গত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে সেমিফাইনালে তোলা এই কোচ।

তবে বাটলারের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করতে যাচ্ছে বাফুফে। ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাবিনাদের দায়িত্বে থাকবেন তিনি। নারী ফুটবল দলের সামনে সাফে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকছে। সেই মিশনে ইংলিশ কোচ পিটার বাটলারকেই পাচ্ছে মেয়েরা।

বাটলার বর্তমানে ছুটিতে রয়েছে। ফলে বৃহস্পতিবার স্থানীয় কোচের অধীনেই হবে সাবিনাদের অনুশীলন। মার্চে ফিফা উইন্ডোতে নারীদের জন্য ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাফুফে।

(ঢাকাটাইমস/১৬ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজবাড়ীতে আগুনে পুড়ে ১২ দোকান ছাই
সাতক্ষীরায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ উদ্যোক্তার মৃত্যু
এক বছরেও ডিপিএলের পারিশ্রমিক পাননি মুনিম শাহরিয়ার
বৈষম্যবিরোধীদের কাউন্সিল: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মুখ্য সংগঠক হলেন ওমর ফারুক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা