স্পিন বিষে নীল ওয়েস্ট ইন্ডিজ, তিন দিনেই টেস্ট জয় পাকিস্তানের

মুলতানের উইকেট বরাবরই স্পিনবান্ধব। আর সেই সুযোগটাই ভালোভাবে কাজে লাগালেন পাকিস্তানের স্পিনাররা। পাকিস্তানের নোমান-সাজিদ খানদের ঘূর্ণি বিষে নীল হলো ওয়েস্ট ইন্ডিজ। মাত্র তিন দিনেই টেস্ট জিতে নিলো স্বাগতিক পাকিস্তান। জয়ের জন্য ২৫১ রান তাড়া করতে নামা ক্যারিবীয়রা দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৩ রানেই গুটিয়ে গেছে। পাকিস্তান ম্যাচ জিতেছে ১২৭ রানের বড় ব্যবধানে।
দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুলতানের স্পিন স্বর্গে দাপট দেখালেন স্পিনাররা। পাকিস্তানের মাটিতে সংক্ষিপ্ততম টেস্টের নজিরও হলো আজ। মুলতানে সব মিলিয়ে ১০৬৪ বল খেলা হয়েছে।
এ ছাড়া চার ইনিংস মিলিয়ে রান উঠেছে ৬৪৭। যা এশিয়ায় পুরুষদের টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বনিম্ন রানের নজির, যেখানে সবকটি তথা ৪০ উইকেটের পতন হয়েছিল।
মুলতান ক্রিকেট স্টেডিয়ামে রবিবার ২৫১ রানের লক্ষ্যে ক্যারিবিয়ানরা থেমেছে ১২৩ রানে। টেস্টের প্রথম ইনিংসেও তারা দেড়শ পেরোতে পারেনি। আগে ব্যাটিং করা পাকিস্তান ২৩০ রান জমা করে থামলে ওয়েস্ট ইন্ডিজ থামে ১৩৭ রানে। দ্বিতীয় ইনিংসে শান মাসুদের দল থামে ১৫৭ রানে। তার জবাবেই লেজেগোবড়ে ক্রেগ ব্রাথওয়েটের দল।
দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে একাই ক্যারিবিয়ানদের ধসিয়ে দিয়েছেন সাজিদ খান। আরেক স্পিনার নোমান আলী নিয়েছেন ৬ উইকেট। আবরার আহমেদের ঝুলিতে এসেছে ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান কোনো পেসার ব্যবহার করেনি। প্রথম ইনিংসে ক্যারিবিয়ানদের বিপক্ষে মাত্র এক ওভার বল করেছিলেন পেসার খুররাম শেহজাদ। দুই টেস্টের সিরিজে পাকিস্তান এখন ১-০ ব্যবধানে এগিয়ে।
(ঢাকাটাইমস/১৯ জানুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন