মেসির পেশাদারিত্ব ও শিক্ষার অভাব দেখছেন সাবেক মেক্সিকান ফুটবলার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৫, ১৭:৩০
অ- অ+

মাঠ ও মাঠের বাইরে বরাবরই ভীষণ শান্ত স্বভাবের লিওনেল মেসি। কিন্তু এবার সেই মেসিই যেনো নিজের সব ধৈর্য হারিয়ে ফেললেন। নতুন বছর মাঠে নেমেই গোল করেছেন লিওনেল মেসি। মেক্সিকোর ক্লাব আমেরিকার বিপক্ষে ইন্টার মায়ামি সেই প্রীতি ম্যাচে জিতেছে টাইব্রেকারে। এই ম্যাচেই মেসির আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে।

ম্যাচের এক পর্যায়ে মেসিকে উদ্দেশ্য করে মেক্সিকান ক্লাবটির সমর্থকরা দুয়ো দিয়েছেন। যার জবাব মেসি দিয়েছেন গোল করার পর। ইন্টার মায়ামিকে সমতায় ফিরিয়ে মেসি উদযাপনে মেক্সিকানদের মনে করিয়ে দিয়েছেন- আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপ থাকলেও মেক্সিকোর একটিও নেই।

মেক্সিকান সমর্থকদের উদ্দেশে লিওনেল মেসির এমন উদযাপন সমালোচনার জন্ম দিয়েছে। মেক্সিকোর সাবেক খেলোয়াড় আদলফো বাফো বাউতিস্তা মেসির এমন আচরণে 'পেশাদারিত্ব ও শিক্ষার অভাব' দেখছেন।

আটবারের ব্যালন ডি'অরজয়ী মেসি ২০২৫ সালের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন গত রোববার (১৯ জানুয়ারি)। লাস ভেগাসের অ্যালিগেন্ট স্টেডিয়ামে এই ম্যাচে ইন্টার মায়ামি লিগা এমএক্সের দল ক্লাব আমেরিকাকে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারায়। তার আগে নির্ধারিত সময়ের খেলায় ইন্টার মায়ামি শেষ মুহূর্তের গোলে ২-২ গোলে ড্র করে।

নির্ধারিত সময়ের প্রথমার্ধে মেক্সিকোর সমর্থকদের সঙ্গে মেসির বেশ লেগে গিয়েছিল। মেক্সিকান সমর্থকরা মেসিকে দুয়ো দিচ্ছিল, যার জবাব দেয় মেসি গোল করে তিন আঙুল দেখিয়ে। যার মাধ্যমে মেসি আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপ ট্রফি থাকার বিষয়টি মনে করিয়ে দেন। একই সঙ্গে মনে করিয়ে দেন মেক্সিকোর কোনো বিশ্বকাপ শিরোপাই নেই।

মেসির এমন আচরণ মেনে নিতে পারেনই মেক্সিক জাতীয় দলের সাবেক খেলোয়াড় আদলফো বাফো বাউতিস্তা। ইনস্টাগ্রামে আর্জেন্টাইন অধিনায়ককে উদ্দেশে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'আমার দেশকে লক্ষ্য করে এমনটা করা আপনার পেশাদারিত্ব এবং শিক্ষার অভাবের পরিচয় দেয়।'

বাউতিস্তার পোস্ট করা ছবিটা ২০১০ এর বিশ্বকাপে মেক্সিকো বনাম আর্জেন্টিনা ম্যাচের। সেই ছবিতে মেসি বলের দখল হারিয়ে অসহায়ভাবে মাটিতে পড়ে ছিল এবং বাউতিস্তা বল নিয়ে ছুটছিলেন। সেই ম্যাচে অবশ্য শেষ পর্যন্ত আর্জেন্টিনা ৩-১ গোলে জয় পায়। জোড়া গোল করেছিলেন কার্লোস তেভেজ। বাকি গোলটি গঞ্জালো হিগুয়েনের করা। মেক্সিকোর পক্ষে একটি গোল শোধ করেন জাভিয়ের হার্নান্দেজ।

(ঢাকাটাইমস/২১ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচন করতে বলেছিলেন নিতায় রায়!
একুশে টিভি ভবনের আগুন নিয়ন্ত্রণে
পরবর্তী বাংলাদেশে আ.লীগ অপ্রাসঙ্গিক, সব দল একমত: হাসনাত আব্দুল্লাহ
পরবর্তী বাংলাদেশে আ.লীগ অপ্রাসঙ্গিক, সব দল একমত: হাসনাত আব্দুল্লাহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা