সীমান্তে বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

জয়পুরহাটের পাঁচবিবির পূর্ব উঁচনা ঘোনাপাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় দুই দেশের ক্যাম্প কোম্পানি কমান্ডারদের নিয়ে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিন ভোরে পাঁচবিবি উপজেলার উচনা ঘোনাপাড়া সীমান্তের ২৮১ মেইন পিলারের ৩৩-৩৪ ও ৩৫ সাব পিলার পর্যন্ত আনুমানিক ২০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে বিএসএফের সদস্যরা।
পতাকা বৈঠক শেষে বিজিবির হাটখোলা বিওপির কোম্পানি কমান্ডার শাহ জাহান বলেন, আজ বিকালে পতাকা বৈঠকে ভারতীয় চকগোপাল ক্যাম্পের কমান্ডার দ্বিজেন্দ্রনাথ বলেছেন তারা আর কাজ করবেন না। যতটুকু ঘিরেছেন ততটুকু তুলে নিবেন বলেও জানান তিনি।
(ঢাকা টাইমস/২১জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন