প্রথম বিভাগের ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতির আলোচনা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৫, ১১:৫১
অ- অ+

চলতি মাসের ২০ তারিখ থেকে ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরুর কথা থাকলেও ক্লাবগুলোর আপত্তিতে তা থমকে আছে। তাতে কার্যত অচল হয়ে গেছে ঢাকার ক্রিকেট। গত শনিবার প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল। কিন্তু সেটাও হয়নি।

এসব বিষয় নিয়ে গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে আলোচনা করেছেন প্রথম বিভাগ ক্রিকেট লিগের ক্রিকেটাররা।

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের ২০ দলের মধ্যে ১৫ দলের অধিনায়ক এবং ক্রিকেটাররা এ আলোচনায় অংশ নেন। যেখানে প্রথম বিভাগ ক্রিকেট লিগ মাঠে না গড়ানো ইস্যুতে তাদের উৎকণ্ঠার কথা জানিয়েছে বিসিবি সভাপতির কাছে। ফারুক আশ্বাস দিয়েছেন, যতটুকু সম্ভব তাদের সহযোগিতা করবে বোর্ড।

এর আগে ঢাকার ৭৬টি ক্লাবের সংগঠকরা বিসিবির প্রস্তাবিত গঠনতন্ত্র বাতিলের দাবিতে ৩ দিনের আলটিমেটাম দিয়েছিল। যেখানে ছিল আসন্ন প্রথম বিভাগ ও প্রিমিয়ার লিগ বয়কট করার পাশাপাশি গঠনতন্ত্র সংশোধনী কমিটির আহ্বায়ক বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের পদত্যাগও।

গত শনিবার বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে তাদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে এবং স্মারকলিপি দেয়। সেখানে দাবি জানানো হয় গঠনতন্ত্র বাতিলের। এছাড়া ক্লাব কোটায় ১২ জন পরিচালকের পরিবর্তে ১৬ জন পরিচালক করার দাবিও জানান তারা।

(ঢাকাটাইমস/২৩ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক এমপি শেখ হেলালের ব্যক্তিগত সহকারী মুরাদ বিমানবন্দরে গ্রেপ্তার
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ আজ
লাইটার জাহাজ সংকট কাটাতে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ 
বিমানবন্দরে প্রবাসীর অর্থ লোপাট, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা