ঘাটাইলে লাল মাটি কাটার অপরাধে ২ লাখ টাকা জরিমানা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৫, ১৩:০১
অ- অ+

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় লাল মাটি কাটার অপরাধে তুহিন ও মাসুদ রানাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় দুটি ট্রাক আটক করা হয়েছে। বৃহস্পতিবার এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিন আক্তার।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিন আক্তার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘাটাইলের পাহাড়ি এলাকা থেকে লাল মাটি কেটে উপজেলার জামুরিয়া ইউনিয়নের গুনগ্রাম একটি হোটেলে চালক খেতে বসলে স্থানীয় লোকজন উপজেলা প্রশাসনকে খবর দেন। সঙ্গে সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিন আক্তার, ঘাটাইল থানা তদন্ত অফিসার সজল খান, উপপরিদর্শক রাজু আহমেদ তাদের ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক দুটি আটক করে উপজেলা পরিষদের ভেতরে এনে জরিমানা করেন।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভৃমি) সাবরিন আক্তার জানান, লাল মাটি কাটা আইনত দন্ডনীয় অপরাধ। আমাদের অভিযান সর্বদাই অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/২৪জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ব জাকের মঞ্জিলের বার্ষিক ওরস শুরু শনিবার
আমিরাত সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা 
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি ঘোষণা, কত পাবে চ্যাম্পিয়ন দল
সিরাজদিখান থানায় হামলা: ৬০ জনকে আসামি করে মামলা, গ্রেফতার ২ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা