কোকোর কবরে বিএনপি নেতা জনির শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত, দোয়া, ফাতেহা পাঠ ও শ্রদ্ধাজ্ঞাপন করেছেন দলটির নেতাকর্মীরা।
শুক্রবার বনানী কবরস্থানে মরহুমের রুহের মাগফিরাত কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া এবং কবর জিয়ারত অনুষ্ঠান শুরু হয়।
জুম্মা নামাজ শেষে কোকোর কবরে শ্রদ্ধা জানান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নির্বাহী কমিটির সাবেক ১নং সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি। তিনি মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। এসময় দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বনানী কবরস্থানের পাশে গুলশান সোসাইটি মসজিদে জুম্মার নামাজ শেষে আবদুল লতিফ জনির উদ্যোগে আরাফাত রহমান কোকো ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামে দৌহিত্র বাবুল কাজীর বিশেষ দোয়া করানো হয়। গুলশান সোসাইটি মসজিদের ইমাম বিশেষ দোয়া করেন।গত ২০১৫ সালের এই দিনে মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে ইন্তেকাল করেন আরাফাত রহমান কোকো।
(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/জেবি/এমআর)

মন্তব্য করুন