ফুটপাত ও রাস্তায় চলাচলে সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে কাজ করছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৫, ২৩:৪৪
অ- অ+

রাজধানীর মিরপুর-১০ গোল চত্বর এলাকার বিভিন্ন পয়েন্টে ও আইডিয়াল স্কুল সংলগ্ন রাস্তায় হকার সরানোর মাধ্যমে যান চলাচল ও জনগণের স্বস্তির জন্য কাজ করে যাচ্ছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাত রুমনের তত্ত্বাবধানে ১০ নম্বর গোল চত্বরের বিভিন্ন জায়গায় হকারদের রাস্তা থেকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে থানা পুলিশ। এ সময় তিনি হকারদের দোকানে দোকানে গিয়ে রাস্তা ক্লিয়ার এবং সাধারণ মানুষের চলাচলে যাতে বাধা সৃষ্টি না হয় সে ব্যাপারে তাদের প্রাথমিকভাবে জানান।

রাস্তায় হকার বাসা নিয়ে মিরপুর মডেল থানা পুলিশ বিশেষ অবস্থানে আছে জানিয়ে ওসি সাজ্জাত রুমন জানান, যান চলাচল ও জনগণের সুবিধার্থে আমরা দোকানগুলো সরিয়ে দিচ্ছি। এছাড়াও পরবর্তীতে তারা যেন বসতে না পারে সেজন্য মিরপুর মডেল থানা পুলিশের টহল গাড়ি থাকবে এবং বসলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে।

এছাড়াও হকারদের বিষয়ে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল ও গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মাকসেদুর রহমানের যোগদানের পরপরই মিরপুরের ফুটপাতে চাঁদাবাজি বন্ধসহ বহুমুখী পদক্ষেপে সাধারণ মানুষের মাঝে অনেকটা স্বস্তি মিলেছে।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এফএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সচিবালয়ে যাচ্ছেন বিডিআরের ৯ সদস্যের প্রতিনিধি দল 
অপারেশন ডেভিল হান্ট: নগরকান্দায় দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে: ডিএমপি কমিশনার
ডিএমপির সাবেক সহকারী কমিশনার রাজন সাহা গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা