যমুনায় ধরা পড়ল ৩৮ কেজি ওজনের বাঘাইড়

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৫, ১৪:১১| আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ১৫:০৭
অ- অ+

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৩৮ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ। সেটি পরে উন্মুক্ত ডাকের মাধ্যমে ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়। স্থানীয় হালিম নামে এক মাছ ব্যবসায়ী মাছটি ক্রয় করেন। শনিবার সকালে উপজেলার গোবিন্দাসী ফেরিঘাট বাজারে তোলা হয় মাছটি।

স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানান, শনিবার ভোরে যমুনার নদীর ভাটি অংশে সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকায় কয়েকজন জেলে মাছ ধরতে যান। সেখানে জেলেদের জালে বিশাল আকৃতির ওই বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে সকালে গোবিন্দাসী ঘাট মাছ বাজারে নিয়ে আসলে মাছটি দেখতে বাজারে মানুষের ভিড় জমায়। মাছটি উন্মুক্ত ডাকের মাধ্যমে বিক্রি করা হয়।

মাছ ব্যবসায়ী ও বাঘাইড় মাছ ক্রেতা হালিম বলেন, গোবিন্দাসী ঘাট বাজারে জেলেরা মাছটি তোলে। পরে এটি উন্মুক্ত ডাকে ৪৮ হাজার টাকায় কেনা হয়েছে। এই মাছটি ঢাকায় নিয়ে বিক্রি করব।

এ বিষয়ে গোবিন্দাসী মৎস্য বাজার সমিতির সাধারণ সম্পাদক বুদ্দু বলেন, গোবিন্দাসী ঘাট বাজারে মাঝে মধ্যেই বড় বড় মাছ পাওয়া যায়। সকালে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি তোলা হয়। কয়েকজন জেলে মাছটি যমুনা নদী থেকে ধরে। ডাকে ৪৮ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়েছে।

(ঢাকা টাইমস/২৫জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজশাহী জোনে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র এন্টি-মানিলন্ডারিং ও সন্ত্রাসীকার্যে অর্থায়ন প্রতিরোধ কর্মশালা
এনআরবিসি ব্যাংকের রংপুর জোনে টাউন হল মিটিং অনুষ্ঠিত
আইনশৃঙ্খলা-অর্থনীতি ভালো, ফেব্রুয়ারিতে সুন্দর নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা.
শাহজালাল বিমানবন্দরে যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখতে ৫ নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা