নারায়ণগঞ্জের কাঁচপুরে কোস্ট গার্ডের অভিযানে জাটকা জব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৫, ১৮:৫২
অ- অ+

নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৮৫০ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড।

শনিবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নোয়াখালী হতে ঢাকাগামী ২টি ট্রাক তল্লাশি করে ৪ হাজার ৮৫০ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়। তবে জব্দকৃত জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে ট্রাকচালকের উপস্থিতিতে অবৈধ জাটকা ব্যতীত অন্যান্য মাছ গাড়ির স্টাফদের বুঝিয়ে দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত জাটকা নারায়ণগঞ্জ সদর উপজেলার মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোছা. ফরিদা ইয়াসমিনের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও গরিব অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

(ঢাকা টাইমস/২৫জানুয়ারি/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৭ বছর পর মায়ের ছোঁয়া পেলেন ডা. জোবাইদা রহমান 
আ.লীগ প্রতিরোধে ৩৫ সংগঠনের ‘জুলাই ঐক্য’-এর আত্মপ্রকাশ
রাজনৈতিক ঐকমত্য ছাড়া বড় ধরনের সংস্কার বাস্তবায়ন করা হবে না
গুম-ক্রসফায়ার আতঙ্ক নিয়ে রাজপথে থেকেছি, ৮০’র অধিক মামলা খেয়েছি: বিএনপি নেতা সাজু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা