পাবনায় মিছিল করতে গিয়ে ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৫

পাবনা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৫, ২০:৪৬| আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ২০:৪৭
অ- অ+

পাবনার আতাইকুলায় মিছিল করার সময় পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগের সভাপতিসহ ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

শনিবার তাদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একটি মামলা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— পাবনা পলিটেকনিক্যান কলেজের ছাত্রলীগ সভাপতি ও আতাইকুলা থানার শ্রীকোল গ্রামের মুনু ফকিরের ছেলে শহিদুল ইসলাম, ছাত্রলীগকর্মী একই গ্রামের আলীর ছেলে তপু রায়হান, বিল্লাাল মৃধার ছেলে শাকিল মৃধা, দুবলিয়া গ্রামের শাজাহানের ছেলে শাউন রেজা, টাটিপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে আমিরুল ইসলাম।

আতাইকুলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম জানান, শুক্রবার রাত ১০টার দিকে শ্রীকোল বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮-১০ জনের একটি দল জয় বাংলাসহ বিভিন্ন ভয়ভীতির স্লোগান দিচ্ছিল। এসময় পুলিশ ধাওয়া করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে অভিযান চালিয়ে ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। অন্যদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকা টাইমস/২৫জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমলার সঙ্গে যৌথভাবে যে রেকর্ড গড়লেন বাবর আজম
বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু 
জবি ভর্তি পরীক্ষায় ৫০ বছর বয়সি তাওহিদুর
স্থানীয় নয় অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে: রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা