রাজধানীর তিন পয়েন্টে ৭ কলেজের শিক্ষার্থীদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৫, ২৩:০৩| আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ২৩:০৭
অ- অ+

রাজধানীর সায়েন্স ল্যাব মোড়, টেকনিক্যাল মোড় এবং তাঁতিবাজারে সড়ক অবরোধ করে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীরা। এতে গুরুত্বপূর্ণ এসব সড়কের যানচলাচল বন্ধ রয়েছে।

রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রায় ২০০ শিক্ষার্থী সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে। এরপর রাজধানীর টেকনিক্যাল মোড় তাঁতীবাজারেও অবরোধ করেন তারা।

এর আগে ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল-সহ পাঁচ দফা দাবির অগ্রগতি জানতে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে দেখা করতে যান।

শিক্ষার্থীদের অভিযোগ, সাক্ষাতের সময় তাদের সাথে দুর্ব্যবহার করেন ঢাবি উপ-উপাচার্য। এর প্রতিবাদ হিসেবে তারা মিরপুর সড়কের সায়েন্স ল্যাব এলাকা অবরোধ করে।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পয়েন্ট আব্দুর রহমান বলেন, আগামী ১ ঘণ্টার মধ্যে প্রো-ভিসি অধ্যাপক ড. মামুন আহমেদ সাত কলেজ শিক্ষার্থীদের কাছে রাস্তায় এসে ক্ষমা না চাইলে শিক্ষার্থীরা তার বাসভবন ঘেরাও করবে।

এদিকে সন্ধ্যা থেকে সড়ক অবরোধের ফলে সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, ধানমন্ডি-সহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে অনেককে পায়ে হেঁটে ওই এলাকা চলাচল করতে দেখা গেছে। এসময় শুধুমাত্র জরুরি অ্যাম্বুলেন্সগুলো পথ চলতে দেয় বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সদরপুরে ইজিবাইকের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
দুদকের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
মিরপুরে কসমো স্কুলের জেনারেটর রুমে আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন পাঁচতলা ভবন
মৌলভীবাজারে ভয়াবহ লোডশেডিং: বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তি চরমে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা