গুরুত্বপূর্ণ ম্যাচে বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে খুলনা

চলতি বিপিএলে নিজেদের শুরুটা দুর্দান্ত করে খুলনা টাইগার্স। তবে এরপরেই ঘটে ছন্দপতন। যার ফলে প্লে-অফের ওঠার কঠিন সমীকরণে সামনে দাঁড়িয়ে মিরাজ-আফিফরা। সমীকরণ মিলাতে ব্যস্ত খুলনা এবার ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামছে।
এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।
এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বরিশাল একাদশে জায়গা পেয়েছেন ইবাদত হোসেন। একাদশে জায়গা ফিরেছেন স্পিনার তানভির ইসলামও। বাদ পড়েছেন রিপন মন্ডল ও তাইজুল ইসলাম। একটি পরিবর্তন নিয়ে খেলছে খুলনা টাইগার্স। মোহাম্মদ নাওয়াজের পরিবর্তে খেলছেন আমের জামাল।
খুলনা টাইগার্স একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোহাম্মদ নাইম, আফিফ হোসেন, অ্যালেক্স রোস, মাহিদুল ইসলাম অঙ্কন, উইলিয়াম বোসিস্টো, জিয়াউর রহমান, আমের জামাল, হাসান মাহমুদ, সালমান ইরশাদ ও নাসুম আহমেদ।
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), ডেভিড মালান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জাহানদাদ খান, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন ও এবাদত হোসেন।
(ঢাকাটাইমস/২৭ জানুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন