ছাত্রলীগের তাণ্ডবে হাজার প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে: শামা ওবায়েদ

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৫, ১৬:১৫
অ- অ+

কর্মসংস্থান থেকে শুরু করে প্রতিটি জায়গায় স্বৈরাচারী শেখ হাসিনা দলীয়করণ করেছেন দাবি করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, সব জায়গায় তার দলীয় পরিবারের লোকদের রেখে গেছেন। গত ১৫ বছর ছাত্রলীগের তাণ্ডবে হাজার প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে।

আজ বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া জয়নদ্দীন মাতুব্বর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির নেত্রী।

বিগত আওয়ামী লীগ সরকার ডিএনএ রক্ত পরীক্ষা করে দলীয় লোকদের চাকরি দিত- এমন মন্তব্য করে শামা ওবায়েদ বলেন, ‘এই জন্যই আমাদের ছাত্র-ছাত্রীরা বৈষম্যবিরোধী আন্দোলনে নেমেছিল। আর হাসিনার নির্দেশে সেই আন্দোলনে বহু ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করে তার লোকজন।’

বিএনপির এই সাংগঠনিক সম্পাদক বলেন, গত ১৫ বছর দেশে একটি স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল এবং তারা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। এই সময়ে ছাত্রলীগের তাণ্ডবের কারণে হাজার প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। সর্বশেষ সাবেক শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন।’

শামা ওবায়েদ বলেন, ‘একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার ভাবতে কষ্ট হয়, ‘আমার দেশের ছেলে-মেয়েদের গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি স্বৈরাচারী সরকার। সাধারণ জনগণ থেকে শুরু করে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক রাজনীতিবিদসহ সবাইকে শেখ হাসিনার রোষানলে পড়তে হয়েছে। কেউ মুখ খুলতে পারেনি। কথা বললে খুন, গুম নির্যাতনের শিকার হয়েছে।’

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, ‘ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন নতুন বাংলাদেশ গড়তে হবে। এ জন্য আমাদের ভাই-বোনদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। দলমতের ঊর্ধ্বে থেকে ছেলেমেয়েদের ভালো শিক্ষা দিতে হবে শিক্ষকদের।

নুরুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল, সালথা উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিএনপি নেতা মো. জাহিদ হোসেন, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর প্রমুখ।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/মোআ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতকে বৃহত্তর সংঘাত এড়াতে বললো যুক্তরাষ্ট্র
চুল ভালো রাখতে পুষ্টিকর ৩ ফল
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা