সেলিম প্রধানের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৫, ১৭:৪৭
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবিতে মানববন্ধন করায় জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করার অভিযোগ করেছেন গ্রুপটির চেয়ারম্যান সেলিম প্রধান।

বুধবার জাতীয় প্রসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

লিখিত অভিযোগে সেলিম প্রধান বলেন, গত আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর লোকজন আমার বাড়িতে হামলা ও গুলি করেছে। গতকাল আমরা তার ফাঁসির দাবিতে মানববন্ধন করায় আমার বাড়িতে হামলা চালিয়েছে গাজীর ঘনিষ্ঠ লোক দিপু ভূঁইয়া। দিপু ভূঁইয়া বিএনপি করলেও গাজীর হয়ে এখন রূপগঞ্জে কাজ করছে।

সেলিম প্রধানের অভিযোগ, ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেলে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীও পালিয়ে যায়। এসময় গাজীর সব সেক্টর সে নিয়ন্ত্রণে নেয় বিএনপি নেতা দিপু। রূপগঞ্জে বিসমিল্লাহ আড়তের ভাড়ার চুক্তি নিয়ে বিগত আওয়ামী লীগের আমলে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর কর্মী মজিবর রহমানের সঙ্গে বিরোধ চলছে। হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নির্দেশে ছাত্রদল নেতা ও শুটার রাসেলকে দিয়ে আমার বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ চালিয়েছে। আমি পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তা চাইলেও শেষ রক্ষা হয়নি। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

ভুক্তভোগী জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান অভিযোগ করেন, বিএনপি নেতা দিপু ভূঁইয়ার নির্দেশে একদল সন্ত্রাসী আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ ছাড়া ৫০টি মোটরসাইকেল ও গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এবং লুটপাট করেছে। রূপগঞ্জ বাসি দিপু ভূঁইয়ার বিচার চায়।

উল্লেখ্য, মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় দিনব্যাপি সংঘর্ষ হয়। এ সময় ঢাকা–সিলেট মহাসড়ক ঘেঁষে থাকা সেলিম প্রধানের বাড়ির সামনে থাকা কয়েকটি মোটরসাইকেল, ১টি গাড়ি ও বাড়ির ১টি টিনশেড ঘরে আগুন দেয়। সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকলে সড়কের উভয় পাশে লম্বা যানজট তৈরি হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিপুল সমাগমে নয়াপল্টনে চলছে শ্রমিকদলের সমাবেশ
পুলিশের জনপ্রিয়তায় ভাটা পড়েছে: সলিমুল্লাহ খান
রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৩ 
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা