স্বৈরাচারের বিচারের প্রশ্নে কোনো ছাড় নয়: খেলাফত মজলিস আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৫, ২২:৩৯
অ- অ+

খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সৈয়দ ফেরদাউস বিন ইসহাক বলেছেন, দীর্ঘ ১৬ বছর জুলুম, নির্যাতন, অত্যাচারী ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকি স্বৈরাচার হাসিনা ও তার দোসরদের বিচারের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।

শুক্রবার খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের শাখা পুনর্গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক প্রফেসর ডা: রিফাত হোসাইন মালিক, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ খন্দকার প্রমুখ।

উপস্থিত শূরার সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার ও সেক্রেটারি মুফতি মাওলানা আজিজুল হক নির্বাচিত হন।

এদিন ৪৭ সদস্যবিশিষ্ট নির্বাহী পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা নজরুল ইসলাম মাযহারী, মুফতি ওসমান আশরাফী, মাওলানা মুজিবুর রহমান ফরাজি, মাওলানা মোস্তফা কামাল, এম এ সালাম, মাওলানা আরিফ হাক্কানী, মাওলানা আবু ইউসুফ, মাওলানা ইয়াহিয়া নোমানী, মাওলানা আজিজুল হক সরকার।

এছাড়া সহ-সাধারণ সম্পাদক মো এনামুল হক হাসান, মাওলানা শাহাদাত হোসাইন, মোহাম্মদ মুজিবুল হক। সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল হোসেন যশোরী, মাওলানা কাউসার আহমদ সোহাইল, মো. শাহজাহান। সহ-সাংগঠনিক সম্পাদক মো. বশির উল্লাহ, ইঞ্জিনিয়ার ইমরান হুসাইন, মোহাম্মদ মাওলানা আব্দুল খালেক, দেলোয়ার হোসাইন। প্রশিক্ষণ সম্পাদক শিকদার আব্দুর রব, মাওলানা ইসমাইল খান। সহ-প্রশিক্ষণ সম্পাদক ইব্রাহিম খন্দকার। শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষাবিষয়ক সম্পাদক প্রভাষক মাওলানা নিজাম উদ্দিন। বায়তুলমাল সম্পাদক এ কে এম আজাদ, সহকারী বায়তুলমাল সম্পাদক আবু নজির হাই ও মোহাম্মদ গোলাম হামিদ। সমাজকল্যাণ সম্পাদক মো: মহসিন রেজা, সহকারী সম্পাদক জনাব মো. আনিসুর রহমান। প্রচার সম্পাদক মুফতি কাজী জহিরুল ইসলাম, সহকারী সম্পাদক রইজুল হক মিনার। ওলামা বিষয়ক সম্পাদক মুফতি ইউসুফ মনসুর, সহকারী সম্পাদক মুফতি মোহাম্মদ ইব্রাহিম। অফিস সম্পাদক মুফতি মাওলানা আবু সালেহ। শিল্পবিষয়ক সম্পাদক মাওলানা কামাল হোসেন। পেশাজীবী সম্পাদক মো: সাবের হোসেন। তথ্য গবেষণা সম্পাদক মো. সিদ্দিকুর রহমান। স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মহিউদ্দিন তফাদার। যুব বিষয়ক সম্পাদক মো. সালমান। শ্রম বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মতিউর রহমান, সহকারী সম্পাদক ইঞ্জিনিয়ার হাসিবুর রহমান। নির্বাহী সদস্য মাওলানা ইব্রাহিম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা মোতালেব খান। এছাড়াও আলেম-ওলামা, শিক্ষাবিদ ও পেশাজীবীদের নিয়ে ২৩ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে প্রতিবন্ধী তরুণীকে হাত-পা বেঁধে নির্যাতন করে হত্যা 
নুসরাত ফারিয়ার বিষয়ে তদন্ত হচ্ছে, নির্দোষ হলে ছেড়ে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত বাইডেন দুই মাসের মধ্যে মারা যেতে পারেন: লরা লুমার
ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি: নজরুল ইসলাম খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা