দূষিত বায়ুর শহর: শীর্ষে ঢাকা, অবস্থা ‘বিপজ্জনক’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৮| আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৯
অ- অ+

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে ঢাকা। রাজধানী শহরটির বায়ুমানের স্কোর এখন ৩৯৫, যা ‘বিপজ্জনক’ বলে ধরা হয়।

রবিবার সকাল ৯টা ২৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে এ তথ্য পাওয়া গেছে।

সূচকে এখন ২১৮ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মিয়ামারের ইয়াঙ্গুন। তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির স্কোর ২১২। এই দুটি শহরের বায়ুমান খুবই ‘অস্বাস্থ্যকর’।

তালিকায় এখন চতুর্থ স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু, স্কোর ১৮৮; পঞ্চম স্থানে ইরানের তেহরান, স্কোর ১৭৭; ষষ্ঠ পাকিস্তানের লাহোর, স্কোর ১৬৮; সপ্তম আফগানিস্তানের কাবুল, স্কোর ১৬৪; অষ্টম কম্বোডিয়ার নবপেন, স্কোর ১৬৪; নবম থাইল্যান্ডের ব্যাংকক, স্কোর ১৬৩; দশম স্থানে রাশিয়ার ক্রাসনোয়ারস্ক, স্কোর ১৬১।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার প্রতিদিনই বায়ুদূষণের তালিকা প্রকাশ করে। একিউআই স্কোরের মাধ্যমে এর মান পর্যবেক্ষণ করা হয়।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০০-এর বেশি হলে তা বিপজ্জনক বলে ধরা হয়।

(ঢাকাটাইমস/০২ফেব্রুয়ারি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, নতুন ভর্তি ৩৩১
রজনীর পরিবারের পাশে বিএনপি নেতা সোহেল
বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন দুই জনকে ছাড়পত্র, চারজনের অবস্থা আশঙ্কাজনক
সংলাপের নামে নাটক করছেন প্রধান উপদেষ্টা : কাজী মামুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা