কুমিল্লায় নিহত যুবদল নেতা তৌহিদুলের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান

কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের যুবদল নেতা তৌহিদুল ইসলামের পরিবারের দায়ভার নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ কথা জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
সোমবার দুপুরে নিহত তৌহিদুলের বাড়ি ইটাল্লা গ্রামে আয়োজিত স্মরণসভায় বক্তব্যে এ কথা জানান তিনি।
টুকু বলেন, ‘আল্লাহ যেন তৌহিদকে সর্বোচ্চ জায়গায় স্থান দেন, আমরা সেই দোয়া করব। ৫ তারিখ ছাত্র-জনতার অভ্যুত্থানের ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছিল। তারা পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা এখনো বিভিন্ন জায়গায় রয়ে গেছে। এই ধরণের হত্যাকাণ্ড কেউ মেনে নিতে পারবে না।’
তার দাবি, ‘তৌহিদুল ইসলামকে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড স্বৈরাচারের প্রেতাত্মাদের কাজ। তাদের সর্বোচ্চ বিচার হতে হবে।’
টুকু বলেন, তৌহিদুল ইসলামের পরিবারের সবাই ইসলামি মনোভাব সম্পন্ন। তার মেয়েরা হাফেজ। এই ধরনের পরিবারের কেউ কখনো কোনো অন্যায় কাজই করতে পারে না। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এদের কোনো মানবিকতা নেই। যারা সিভিল পোশাকে থেকে সেনাবাহিনীদেরকে দিয়ে এই কাজ করিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সেনাবাহিনী তাদের পদক্ষেপ নিয়েছে। আর যারা সিভিল পোশাকে ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, এই ঘটনার সর্বোচ্চ বিচার না হওয়া পর্যন্ত আমরা তদারকি করব। এছাড়া উনি বিএনপির আদর্শিক পরিবারের সন্তান হিসেবে এই পরিবারের সব দায় দায়িত্ব বহন করবেন। এটি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের ভাইয়ের বিচার কিভাবে আদায় করতে হয় সেটার ব্যবস্থাও আমরা করব।’
এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নসহ অনেকে।
এর আগে নিহত তৌহিদুলের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
(ঢাকাটাইমস/৩ফেব্রুয়ারি/এজে)

মন্তব্য করুন