ছাত্রলীগের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৩
অ- অ+

শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

পূর্ব ঘোষিত এ কর্মসূচির অংশ হিসেবে সরকারি তিতুমীর কলেজে ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

এ সময় তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক নির্যাতিতদের বিচারের দাবি জানিয়ে অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি দেন।

স্মারকলিপি দেওয়ার ছাত্রদলের নেতাকর্মীরা পতিত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং তারা জানান, ওয়াসিম, সাঈদ, মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। এসময় তারা জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানান।

মার্চ ফর জাস্টিস কর্মসূচির সভাপতিত্ব করেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন ও উপস্থাপন করেন সদস্যসচিব সেলিম রেজা।

এতে উপস্থিত ছিলেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি রেজওয়ানুল হক সবুজ, হাফিজুল্লাহ্ হিরা, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান মাহমুদ রিপন, মামুন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক , কবির হোসেন ফকিরসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/জেবি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে প্রতিবন্ধী তরুণীকে হাত-পা বেঁধে নির্যাতন করে হত্যা 
নুসরাত ফারিয়ার বিষয়ে তদন্ত হচ্ছে, নির্দোষ হলে ছেড়ে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত বাইডেন দুই মাসের মধ্যে মারা যেতে পারেন: লরা লুমার
ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি: নজরুল ইসলাম খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা