সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান বিপুল ইয়াবাসহ আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৮
অ- অ+

১২ হাজার ২৭৪ পিস ইয়াবাসহ সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার রাত ৩টা ৫০ মিনিটের দিকে সেন্টমার্টিন দ্বীপে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড পূর্ব জোন তাকে আটক করে।

শনিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, “গোয়েন্দা সূত্রে জানা যায়, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান (৫৩) তার নিজ বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য (ইয়াবা) পাচারের উদ্দেশ্যে মজুদ রেখেছে- এমন তথ্যে ৩টা ৫০ মিনিটে কোস্টগার্ড পূর্ব জোন সেন্টমার্টিন দ্বীপে একটি বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে তিনি ঘরের পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড তাকে আটক করে। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকনো অবস্থায় একটি বস্তার ভিতরে মোড়ানো ১২ হাজার ২৭৪ পিস ইয়াবা জব্দ করা হয়।”

আটককৃত আসামি ও ইয়াবা পরবর্তী আইনি ব‌্যবস্থা গ্রহণের জন‌্য টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাম্পের আশাবাদ সত্ত্বেও কেন ইউক্রেনে যুদ্ধবিরতি অনিশ্চিত?
রাঙ্গুনিয়ায় বাইক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
রমজানের ভুলত্রুটি মোচন করে সদকাতুল ফিতরা, যেভাবে আদায় করবেন
ট্রেনে ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের টিকিট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা