নাটোরে আটক নীলগাইয়ের ঠাঁই হলো গাজীপুরের সাফারি পার্কে

নাটোরে গ্রামবাসীর হাতে আটক হওয়া বিলুপ্তপ্রায় নীলগাইয়ের ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কে। সাফারি পার্কে ঠাঁই হওয়া নীলগাইটি পুরুষ। গত মাসে (১৬ জানুয়ারি) সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে যাওয়া নীলগাই এটি কিনা, তা নিশ্চিত করতে পারেনি পার্ক কর্তৃপক্ষ।
রবিবার সকালে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা নীলগাইটি পার্কে হস্তান্তর করেন।
সোমবার দুপুরে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) রফিকুল ইসলাম জানান, রবিবার বাগাতিপাড়া উপজেলার শেখপাড়া গ্রামবাসী নীলগাই দেখতে পেয়ে আটক করে স্থানীয় প্রশাসনের কাছে বুঝিয়ে দেয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা নীলগাইকে গাজীপুর সাফারি পার্কে হস্তান্তর করেন।
নীলগাইটি গ্রামবাসী আটকের সময় গলায় ধরে চাপ দেওয়ায় শারীরিকভাবে আহত হয়। নীলগাইকে পার্কের ভেতর নিবিড় স্থানে রাখা হয়। সোমবার ঠিক মতো নীলগাইটি খাবার খাচ্ছে। এখন পুরোপুরি সুস্থ।
(ঢাকা টাইমস/১০ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন