যে দুই দলকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দেখছেন মুত্তিয়া মুরালিধরন

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৬
অ- অ+

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এরপরেই পর্দা উঠছে মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। আট দলের আসন্ন এই টুর্নামেন্টকে নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। কারা কারা খেলবে সেমিফাইনাল, কারাই বা খেলবে ফাইনালে তা নিয়েও চলছে পর্যালোচনা।

সাবেক ক্রিকেটার থেকে ক্রিকেট বিশ্লেষকরাও ভবিষ্যদ্বাণী করছেন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। এবার সেই দলে নাম লেখালেন শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরণ। ওয়ানডে ফরম্যাটের প্রেস্টিজিয়াস এই আসরের দুই ফাইনালিস্ট নিয়ে ভবিষ্যদ্বাণী করছেন তিনিও।

সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালে। সেবার ইংল্যান্ডে ভারতকে ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি মুরালিধরন মনে করেন, এবারও এই দুই দলই ফাইনাল খেলবে।

ভারতের বার্তা সংস্থা এএনআইকে মুরালিধরন বলেছেন, ‘ফেবারিট তো আছেই। তবে নিশ্চিত করে বলার উপায় নেই যে এই দলটাই জিতবে। ভারত ও পাকিস্তানই ফেবারিট। ঘরোয়া কন্ডিশনের জন্য ফেবারিট পাকিস্তান। ভারতও এমন কন্ডিশনে উঁচু সারির দল।’

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হচ্ছে হাইব্রিড পদ্ধতিতে। পাকিস্তানের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে হবে ম্যাচগুলো। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিচগুলো স্পিনবান্ধব হবে বলে আশা মুরালিধরনের।

তিনি বলেন, ‘রশিদ খান ভালো, রবীন্দ্র জাদেজাও আছে। অনেক স্পিনারই এখন উঠে আসছে। তারা এই টুর্নামেন্টে সত্যিই ভালো করবে, উইকেট স্পিনারদের সাহায্য করবে বলে আশা করি।’

অন্যান্য কিংবদন্তিদের মাঝে সুনীল গাভাস্কার এগিয়ে রাখছেন নিজের দেশ ভারতকে। রবি শাস্ত্রী পাকিস্তানকে দেখছেন সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে। রিকি পন্টিং ২০২৩ বিশ্বকাপের মতোই ভারত ও অস্ট্রেলিয়ার ফাইনালের পক্ষে বাজি ধরেছেন। আর মুরালিধরন বেছে নিয়েছেন ভারত-পাকিস্তানের ধ্রুপদী লড়াই।

আর তাইই যদি হয় তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে পরপর একই ফাইনাল লাইনআপ। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসরেও ফাইনাল খেলেছিল ভারত ও পাকিস্তান। ইংল্যান্ড ও ওয়েলশে অনুষ্ঠিত সেই আসরের ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।

(ঢাকাটাইমস/১১ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বার্সেলোনায় যোগদানের সম্ভাবনা ছিল হামজার, ব্রিটিশ গণমাধ্যম
মোদি সরকারের বিরুদ্ধে ইলন মাস্কের ‘এক্সের’ মামলা
জামালপুরে মালচিং প্রযুক্তিতে চাষাবাদ, কম খরচে লাভবান কৃষক
‘চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ পেলে দল থেকে বহিষ্কার করা হবে’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা