অ্যাম্বুলেন্সে অক্সিজেন মাক্স পড়ে শুয়েছিলেন রোগী, অতঃপর গন্তব্য ডিবি অফিস!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৬| আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৪
অ- অ+

অক্সিজেন মাক্স পড়ে অ্যাম্বুলেন্সে শুয়েছিলেন একজন নারী। প্রথম দেখায় যে কারোও মনে হতে পারে রোগী বহনকারী যানটির গন্তব্য হাসপাতালে। তবে না, অ্যাম্বুলেন্সে রোগী ছদ্মবেশী ওই নারীসহ তার সঙ্গে থাকা সবাইকে যেতে হলো ডিবি অফিসে। কারণ, রোগী বহন করা অ্যাম্বুলেন্সে ছিল একমণের বেশি গাঁজা।

ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানের পর মেলে চমকপ্রদ এসব তথ্য। বুধবার লালবাগ জোনাল টিমের অভিযানে ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়।

অভিযানে থাকা টিমের সদস্য পরিদর্শক সাজ্জাদ হোসেন ঢাকাটাইমসকে বলেন, অ্যাম্বুলেন্সে মহিলাকে অক্সিজেন মাক্স পরিয়ে রোগী সেজে বহন করা হচ্ছিলো গাঁজা। গোপন সংবাদের ভিত্তিতে ৪৫ কেজি গাঁজাসহ চারজনকে আটক করা হয়।

অভিযুক্তরা হলেন- জোহরা বেগম, ফেরদৌস আকন্দ, সোহাগ হোসেন মাতব্বর ও শাহাজালাল শেখ।

ডিবি সূত্রে জানা গেছে, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর চারখারপুল এলাকার ঝরনা মেডিকেলের সামনে অভিযান চালানো হয়। অভিযানে অভিনব পদ্ধতিতে মাদক কারবারিদের শনাক্তের পর তাদেরকে আটক করে ডিবি অফিসে আনা হয়। মাদক বহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সও জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হবে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, তারা দেশের সীমান্তবর্তী জেলা কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে কৌশলে রোগী সেজে ঢাকাসহ বিভিন্ন জেলায় শহরে সরবরাহ করছিল। জব্দ করা এসব গাঁজা ক্রেতার কাছে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকায় এনেছিল।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গুনিয়ায় বাইক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
রমজানের ভুলত্রুটি মোচন করে সদকাতুল ফিতরা, যেভাবে আদায় করবেন
ট্রেনে ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের টিকিট
বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা