‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ স্লোগানই জামায়াতের স্লোগান: ডা. শফিকুর

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩২
অ- অ+

স্বৈরাচারবিরোধী জুলাই ছাত্র আন্দোলনে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জামায়াতের আপোষহীন লড়াই চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি ঘোষণা দিয়েছেন, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ স্লোগানই জামায়াতের স্লোগান।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদীর সাটিরপাড়া কালিকুমার উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন জামায়াত আমির।

ডা,. শফিবুর রহমান বলেন, ‘যেসব সন্তানেরা জাতিকে দায়বদ্ধ করে চলে গেছে, তাদের কথা দিচ্ছি, তোমাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে জামায়াতের আপোষহীন সংগ্রাম চলবে। তোমাদের দেয়াআবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ স্লোগানই জামায়াতের স্লোগান।

আগামী জাতীয় নির্বাচন নিয়ে জামায়াতের আমির বলেন, ‘বাংলাদেশে অশ্যই নির্বাচন হতে হবে। তবে যেন-তেন মার্কা নির্বাচন এই জাতি চায় না। যেই নির্বাচনে পেশিশক্তি কালো টাকার প্রভাব চলবে না, এমন একটি নির্বাচন আমরা চাই।’

মাঠ প্রশাসনে অতীতে যারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, জনগণের টাকায় কেনা বুলেটে জনগণের বুকে বিদ্ধ করেছে, তাদের নির্বাচনী কোনো দায়িত্বে নিয়োজিত না করতে সরকারের প্রতি আহ্বান রাখেন। একই সঙ্গে আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের ব্যবস্থাও চান জামায়াতের আমির।

জামায়াতের নরসিংদী জেলা শাখার আমির মাওলানা মোছলেহুদ্দীনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা দক্ষিণের পরিচালক সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুস সাত্তার, মাওলানা আব্দুল মান্নান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নারায়ণগঞ্জ মহানগর আমীর মাওলানা আব্দুল জব্বার, জেলা শাখার সেক্রেটারী আমজাদ হোসেনসহ কেন্দ্রীয় স্থানীয় নেতারা।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ার কাহালুতে দুই শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার
পৃথিবীতে দামি ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন, প্রতারণার ডিজিটাল হাতিয়ার এখন
দেশের বাজারে সোনার দাম আরও বেড়ে ভরি ১৫৩৪৭৫ টাকা
শান্তি চুক্তিতে ইউক্রেনকে ন্যাটো থেকে বাদ দেওয়ার নিশ্চয়তা চাইবে রাশিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা