তিন ইসরায়েলি জিম্মির বিনিময়ে মুক্তি পেলো ৩৬৯ ফিলিস্তিনি

গাজায় চলমান যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির ষষ্ঠ ধাপে আরও তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিনিময়ে ৩৬৯ জন ফিলিস্তিনি বন্দী ও আটক ব্যক্তিকে মুক্তি দেয় ইসরায়েল।
শনিবার হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড এবং ইসলামিক জিহাদের সশস্ত্র অংশ সারায়া আল-কুদস সদস্যরা দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে তিন জিম্মিকে হস্তান্তর করা হয়।
মুক্তি পাওয়া তিনজন হলেন— আলেকজান্ডার (সাশা) টারবানভ, সাগুই ডেকেল-চেন এবং ইয়ার হর্ন।
এর কিছুক্ষণ পরেই, মুক্ত ফিলিস্তিনি বন্দীদের বহনকারী বেশ কয়েকটি বাস অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত ওফের কারাগার থেকে রামাল্লায় পৌঁছায়। এসময় সেখানে উপস্থিত ফিলিস্তিনিরা উল্লাস প্রকাশ করেন, কারও কারও হাতে ছিল ফিলিস্তিনি পতাকা।
এ ছাড়া নেগেভ মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের একটি কারাগার থেকে কয়েকটি বাসে করে ফিলিস্তিনি বন্দীরা দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালে পৌঁছায়।
প্রসঙ্গত, টানা ১৫ মাসের যুদ্ধের পর গাজায় নতুন একটি যুদ্ধবিরতি শুরু হয়েছে ১৯ জানুয়ারী। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী: প্রতিটি ইসরায়েলি বন্দি মুক্তির বিনিময়ে ৩০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে।
যুদ্ধবিরতি শুরুর পর হামাস এখন পর্যন্ত ১৯ জন ইসরায়েলিকে মুক্তি দিয়েছে এবং এর বিনিময়ে ১১৩৫ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী অন্যতম দেশ মিশর জানিয়েছিল, যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম ছয় সপ্তাহে মোট এক হাজার ৮৯০ জন ফিলিস্তিনি মুক্তি পাবে।
সূত্র: রয়টার্স
(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এমআর)

মন্তব্য করুন