দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচন করতে বলেছিলেন নিতায় রায়!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৪
অ- অ+

আওয়ামী সরকারের সময় যে সকল নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করেছে ও আ.লীগের হয়ে কাজ করেছে সে সকল নেতাকর্মীকে দলীয় কোন পদে স্থান দেওয়া হবে না বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল— বিএনপি।

কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী মাগুরার মহম্মদপুর উপজেলা বিএনপিসহ সকল পর্যায়ের কমিটি গঠন উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে কর্মী সমাবেশ চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় শনিবার উপজেলা বিএনপির আয়োজনে ওয়ার্ড পর্যায়ের নেতাদের সঙ্গে আমিনুর রহমান কলেজ চত্বরে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে নেতাদের বক্তব্যের এক পর্যায়ে রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সামিমুল হক শামাল মৃধা বলেন, ‘বিগত সময়ে রাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমাকে দিয়ে নির্বাচন করিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। আমরা যদি কমিটিতে স্থান না পাই তবে নিতাই রায় চৌধুরী কীভাবে কমিটিতে থাকতে পারে?’

শামাল মৃধা সাংবাদিকদের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তার বার্তা পৌঁছে দিয়ে নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

কর্মী সমাবেশে মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু।

এছাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান বাচ্চু, সাবেক সদস্য সচিব মো. আখতারুজ্জামান আক্তার, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মিজানুর রহমান মিজান সহ উপজেলার বিভিন্ন নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নোয়াখালীতে আগুনে পুড়ে ৬ দোকান ছাই
গাজীপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নারীসহ তিনজন নিহত
রাজধানীর দক্ষিণখানে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক
ট্রাম্পের আশাবাদ সত্ত্বেও কেন ইউক্রেনে যুদ্ধবিরতি অনিশ্চিত?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা