সাতক্ষীরায় গলায় গামছা পেঁচিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকায় ভাড়া বাসায় গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন এক পুলিশ সদস্য। রবিবার রাত ৩টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত পুলিশ সদস্যের নাম অনুপম কুমার ঘোষ (২৬)। তিনি বাগেরহাটের চিতলমারী থানার দুর্গাপুর খরমখালি গ্রামের আশীষ কুমার ঘোষের ছেলে। তার কনস্টেবল নম্বর ১১২২। অনুপম ঘোষ সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত ছিলেন এবং স্ত্রীকে নিয়ে রসুলপুর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অনুপম ঘোষ শনিবার রাতে দায়িত্ব শেষে ভোর রাত ২টার দিকে বাসায় ফেরেন। এর এক ঘণ্টা পর ভোর রাত ৩টার দিকে তিনি ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে ভোর রাত সাড়ে ৩টার দিকে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মারুফ হাসান মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মারুফ হাসান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।এ ঘটনায় সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
(ঢাকা টাইমস/১৬ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন